‘লোফার’দের উৎপাতেই মর্মান্তিক পরিণতি হল কিশোরীর। স্কুল থেকে সাইকেল চালিয়ে ফেরার পথেই দুই যুবক ওই কিশোরীর ওড়না ধরে টান দেয়। ভার সামলাতে না পেরে মাটিতে ছিটকে পড়ে কিশোরী। সেই সময়ই পিছন থেকে দ্রুতগতিতে আসছিল একটি বাইক। নিমেষে কিশোরীর শরীরের উপর দিয়ে চলে যায় বাইকের চাকা। মৃত্যু হয় কিশোরীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) আম্বেদকর নগরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। স্থানীয় বাসিন্দারা রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের তরফেই পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে গোটা ঘটনাটি স্পষ্ট হয়।
পুলিশ সূত্রে খবর, প্রতি দিনের মতোই বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল ওই কিশোরী। অভিযোগ, কিশোরীকে অনেক ক্ষণ ধরেই উত্ত্যক্ত করছিলেন বাইকসওয়ারি দুই যুবক। কিশোরী প্রতিবাদ জানানোয় আচমকাই তার ওড়না ধরে হ্যাঁচকা টান মেরে বাইকের গতি বাড়িয়ে দেন। আর তাতেই পড়ে যায় কিশোরী। পিছনেই আসছিল একটি বাইক। আচমকা সামনে কিশোরী পড়ে যাওয়ায় বাইকচালকও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার বাইকে ধাক্কা লাগে কিশোরীর। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পুলিশ আরও জানিয়েছে, মাথায় চোট পাওয়ার পাশাপাশি কিশোরীর চোয়ালও ভেঙে গিয়েছিল। যে বাইকে কিশোরীর ধাক্কা লাগে সেই বাইকচালক অভিযুক্তদের সঙ্গী বলে জানতে পেরেছে পুলিশ। তিন জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: New Parliament Building: নতুন সংসদ ভবনে পতাকা উত্তোলন, বিকেলে সর্বদলীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী