US deports 116 indians shackled during Modi's tour

Modi : মোদী-সফরেও সেই অসম্মান! হাত-পা বেঁধেই অবৈধবাসী ফেরত পাঠাল আমেরিকা

শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে হাতকড়া-শিকল বিতর্ক এ বারও পিছু ছাড়ল না। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাঁদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাঁদের পা-ও বাঁধা ছিল শিকলে।

অত্যন্ত কঠিন পথ পেরিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করেও শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো হল ১১৬ জন ভারতীয়কে। দ্বিতীয় দফায় অবৈধ ভারতীদের নিয়ে বিমানটি পৌঁছল অমৃতসরে।
সেই বিমান অমৃতসরের মাটি ছুঁতেই খুনে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। সম্পর্কে খুড়তুতো ভাই সন্দীপ ও প্রদীপ নামে অভিযুক্ত এই দুজন পাঞ্জাবের পাটিয়ালা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।আগেরবারের মতোই হাতে-পায়ে শিকল বেঁধে অপরাধীর মতো এলেন তাঁরা। সদ্য শেষ হওয়া মোদীর (Modi)আমেরিকা সফর যে এই কঠোর আচরণে এতটুকু বদল আনতে পারেনি, তা দেখেই বোঝা যাচ্ছে।

প্রথম দফার মতো এবারও হাতকড়া ও শিকল পরানোর বিষয়টি ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য আগেই সংসদে জানিয়েছিলেন, ‘এটি আমেরিকার নিজস্ব অভিবাসন আইন। তবে শিশু ও মহিলাদের ক্ষেত্রে শিকল পরানো হয়নি।’ যদিও তাতে বিতর্ক থামেনি। এবার আবার একই ঘটনা ঘটার পরে মোদী সরকারের কূটনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

ফেরত পাঠানো এই ১১৬ জনের মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ২ জন করে উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের, এবং ১ জন করে হিমাচলপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের বাসিন্দা। এদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠাল আমেরিকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এই ভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে প্রশ্ন ওঠে সংসদেও। বিতর্কের আবহেই দু’দিনের আমেরিকা সফরে যান মোদী। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধবাসীদের কী অবস্থায় ফেরানো হয়, সে দিকে কৌতূহলী নজর ছিল দেশের।

মোদী সরকারের কূটনীতি কতটা সফল হবে, তা জানতে অপেক্ষায় ছিল দেশ। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সমাজমাধ্যমে সেই কৌতূহল উস্কে দিয়ে লেখেন, “এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা”। এই কৌতূহলের মাঝেই শনিবার রাত সাড়ে ১১টার কিছু পরে আমেরিকান সামরিক বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার অবতরণ করে পঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে। ফেরত পাঠানো হয় ১১৬ জন অবৈধবাসীকে। এই ঘটনার পর অনেকেই বলেছেন, এবার ভক্তরা বলবেন, ‘মোদী যায় তো মুমকিন হ্যায় ?’