জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ভয়ংকর হেনস্তা দলিত কিশোরকে। নগ্ন করে বেধড়ক মারধরের পাশাপাশি গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল। চূড়ান্ত অপমানিত হয়ে বাড়ি ফিরে আত্মঘাতী হল ১৭ বছরের ওই নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বস্তি এলাকায়।
পরিবারের অভিযোগ, গ্রামের বাড়িতে ২০ ডিসেম্বর এক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালক। সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, নগ্ন করে তার গায়ে প্রস্রাব করে দেওয়া হয়। গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভিডিওটি মুছে দেওয়ার অনুরোধ করলে ওই কিশোরকে বাধ্য করা হয় থুতু চাটতেও।
পরিবারের দাবি, গোটা ঘটনায় অপমানিত ওই কিশোর বাড়িতে এসে পুরো বিষয়টি জানায়। তার পরেই সবার চোখের আড়ালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। প্রথমে ছেলের দেহ নিয়ে স্থানীয় থানায় যান মা। অভিযোগ, প্রথমে পুলিশ পরিবারের বক্তব্যই শুনতে চায়নি। সেখান থেকে ছেলের দেহ নিয়ে পুলিশ সুপারের অফিসে যান মা এবং পরিবারের অন্য সদস্যেরা। সেখানে অনেক টালবাহানার পর পুলিশ অভিযোগ গ্রহণ করতে রাজি হয় বলে জানিয়েছে কিশোরের পরিবার।
এই ঘটনায় সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতের মা। তিনি জানান, পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।যদিও ঠিক কী কারণে ওই কিশোরকে হেনস্তা করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। বস্তির ডিএসপি প্রদীপ কুমার ত্রিপাঠি জানান, ‘এই ঘটনায় অভিযোগ দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দোষীদের কাউকে রেহাত করা হবে না।’