ঋণের টাকা শোধ করতে ছেলেকে বিক্রি করার জন্য রাস্তায় বসলেন বাবা। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। ফুটপাথে প্ল্যাকার্ড হাতে নিয়ে বাবা বসে আছেন। প্ল্যাকার্ডে হিন্দিতে অপটু হাতে লেখা। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘ছেলে বিক্রি আছে। আমি আমার ছেলেকে বিক্রি করতে চাই।’’ এই ছবি ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। কিন্তু বড্ড দেরি হয়ে গেল না? প্রশ্ন সমাজমাধ্যমের।
আলিগড়ে টোটো চালান রাজকুমার। সামান্য জমি কেনার জন্য তিনি মহাজনের থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। যদিও ওই মহাজনের ষড়যন্ত্রে শেষ পর্যন্ত জমি কিনতে পারেননি। এদিকে অনেক কষ্ট করে জোগাড় করা ঋণও জলে চলে যায়। তারপরই ওই টাকা ফেরত দেওয়ার জন্য অমানুষিক চাপ দিতে থাকেন মহাজন। এমনকী পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে রাজকুমার সহ পরিবারকে তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় পরিবারটির আয়ের একমাত্র উৎস টোটোটিও। পরিস্থিতি সামলাতে না পেরে শেষ পর্যন্ত ছেলে বিক্রি করার সিদ্ধান্ত নেন দরিদ্র দম্পতি।
In #UttarPradesh‘s #Aligarh, a man reeling under debt and being allegedly harassed by his lenders sat with his family at a prominent crossing with placard hanging around his neck that read “My son is up for sale. I want to sell my son”. pic.twitter.com/SFcari4iio
— Hate Detector 🔍 (@HateDetectors) October 28, 2023
সেই মতো আলিগড়ের রাস্তায় প্ল্যাকার্ড হাতে বসে পড়েন। সঙ্গে স্ত্রী ও সন্তান। প্ল্যাকার্ডে অপটু হাতে হিন্দিতে লেখা- “ছেলে বিক্রি আছে। আমি আমার ছেলেকে বিক্রি করতে চাই।” এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রাজকুমার জানান, মহাজনের অত্যাচারের কথা থানায় জানালে ধমক দেন পুলিশকর্মীরা। হাজার অনুরোধেও নেওয়া হয়নি এফআইআর। অন্য উপায় না দেখেই ছেলে বিক্রির প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসেন তিনি।
সন্তান ও স্ত্রী সহ প্ল্যাকার্ড হাতে অসহায় বাবার ছেলে বিক্রির ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে এক্স হ্যান্ডলে রাজকুমারের ছবি-সহ পোস্ট করেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। আর এরপরই টনক নড়ে প্রশাসনের। পদক্ষেপ নেয় সেরাজ্যের পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত মহাজনকে গ্রেফতার করা হয়েছে। নিজের বাড়িতে ফিরেছেন স্ত্রী, সন্তান সহ রাজকুমার।