Uttar Pradesh: Men shouldn't cut women's hair, tailor their clothes: UP body's proposal

Uttar Pradesh: মেয়েদের পোশাকের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ, চুল কাটাও নিষিদ্ধ, প্রস্তাব যোগী রাজ্যে

পোশাকের মাপ নেওয়ার নামে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এই ঘটনা রুখতে এবার নয়া প্রস্তাব উত্তরপ্রদেশের মহিলা কমিশনের। প্রস্তাব দেওয়া হয়েছে, কোনও পুরুষ দর্জি মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না। শুধু তাই নয়, সেলুনে মহিলাদের চুলও কাটতে পারবেন না পুরুষরা।

গত ২৮ অক্টোবর মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের একটি বৈঠক হয়েছিল। সেখানেই এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মহিলা কমিশনের সদস্য হিমানী আগরওয়াল জানান, ‘‌বৈঠকে মহিলা কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে যে মহিলা দর্জিদেরই মহিলাদের পোশাকের মাপ নেওয়া ও বানানো উচিত। দোকানগুলিতে সিসিটিভিও বসানো উচিত। একই নিয়ম স্যালনগুলিতেও হওয়া উচিত। মহিলাদের চুল শুধুমাত্র মহিলা নাপিতদেরই কাটা উচিত।’‌

আগরওয়াল আরও বলেন, ‘‘সেলুন বা পার্লারে মহিলা গ্রাহকদের শুধু মহিলা কর্মীরাই পরিষেবা দেবেন। কোনও পুরুষ কর্মীকে সেই পরিষেবায় নিযুক্ত করা যাবে না। এই প্রস্তাবও রাখা হয়েছে। তাতে সায় দিয়েছেন সকলেই।’’ কমিশনের ওই সদস্যের যুক্তি, পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এই ধরনের পেশায় মহিলা গ্রাহকেরা হেনস্থার শিকার হন। অনেক ক্ষেত্রে আপত্তিকর ভাবে মহিলাদের স্পর্শ করার চেষ্টাও করা হয়। তবে সব পুরুষেরই যে অসৎ উদ্দেশ্য থাকে, এমনটা নয়। এ কথাও জানিয়েছেন আগরওয়াল। গোটা বিষয়টিই এখন প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার জন্য অনুরোধ করা হবে বলেও জানিয়েছেন মহিলা কমিশনের এই সদস্য।

রাজ্য মহিলা কমিশনের প্রস্তাবের ভিত্তিতে, সরকারের কাছে আইন প্রণয়নের জন্য আবেদন জানানো হবে, যাতে মহিলাদের সুরক্ষা আরও বাড়ানো যায়।