ফের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি (Cloudburst)। শুক্রবার গভীর রাতে উত্তরাখণ্ডে ভারত-নেপাল সীমান্তের কাছে ধারচুলার খোটিলা গ্রামে ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে পিথোরাগড় পুলিশ। সেখানে দেখা যাচ্ছে প্রবল জলের স্রোতে একটি তিন তলার বাড়ি ভেসে যাচ্ছে। এদিন দুপুরে প্রথমে ধর চুলায় মেঘ ভাঙ্গা বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টিতে কালী নদীতে ভাঙন দেখা দেয়। জলের স্রোত নেমে আসে পিথোরাগড়ে। জেলাশাসক জানিয়েছেন, গ্রামের কমপক্ষে ৩০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন মহিলা প্রাণ হারিয়েছে।
दिनांक 9 अगस्त 2022 की मध्य रात्रि में नेपाल से आते हुए नाले में बादल फटने से कस्बा धारचूला जिला पिथौरागढ़ के खोतिला गांव में आपदा आई हुई है, फायर सर्विस, Sdrf, पुलिस एवं प्रशासन द्वारा रेस्क्यू कार्य लगातार चल रहा है।#Pithoragarh #Uttarakhand pic.twitter.com/uMz4LUBnqL
— Fire Service Uttarakhand Police (@UKFireServices) September 10, 2022
আরেকটি টুইট করেন উত্তরাখন্ড পুলিশ। সেখানে জলের স্রোতে ভেসে যাওয়া একটি গ্রামের ভিডিও শেয়ার করে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ডিজাস্টার রেসপন্স ফোর্স টিমকেও এলাকায় পাঠানো হয়েছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে।
আরও পড়ুন: গরম তাওয়া দিয়ে মার! পরিচারিকার উপর অত্যাচারের অভিযোগে গ্রেফতার BJP নেত্রী
অন্য একটি টুইটে পুলিশ সাধারণ মানুষকে নদীর ধার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এই সময় সেতু ব্যবহার না করার কথাও বলা হয়েছে। টুইটে তাদের আবেদন, ‘নদী বিপদসীমা ছুঁয়ে ফেলেছে, আপনাদের অত্যন্ত সাবধানী হয়ে পথ চলার আবেদন করা হচ্ছে। একান্ত প্রয়োজন না হলে সেতু এড়িয়ে চলুন।’
#जलस्तर_चेतावनी#ukweatheradvisory
दिनांक 09.09.2022 की रात्रि में जनपद पिथौरागढ़ के धारचूला क्षेत्रान्तर्गत हुई भारी वर्षा से आज 10.09.2022 को काली नदी का जलस्तर डेन्जर लेवल 890.00 मीटर पर पहुँचने से काली नदी के किनारे वाले क्षेत्र में खतरे की सम्भावना बनी हुई है, …….. pic.twitter.com/3eM8K3dmQf— Fire Service Uttarakhand Police (@UKFireServices) September 10, 2022
পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে রয়েছে বহু তীর্থস্থান। কিন্তু ইদানীং প্রকৃতি যেন বারে বারেই রুদ্ররূপ ধারণ করছে হিমালয়ের এই প্রান্তে। প্রায় প্রতি বছরই হিমাচল, উত্তরাখণ্ডে এমনই ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি বা ভয়ঙ্কর বন্যার ঘটনা ঘটছে। পাহাড়ে অপরিকল্পিত ভাবে সবুজ ধ্বংস করে কংক্রিটের নির্মাণকাজকে এ জন্য অনেকেই দায়ী করেন। অভিযোগ, তাতেও প্রশাসন কিংবা মানুষ— কারওরই হেলদোল নেই।
আরও পড়ুন: Supreme Court: ১৯ জন নেতার সম্পত্তি বৃদ্ধির মামলায় ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, তৃণমূলের বড় স্বস্তি