Uttarkashi: Worker gives message to mother in Bengal from tunnel in Uttarakhand

Uttarkashi: ‘আমি ভাল আছি, সময়ে খেয়ে নিয়ো’, সুড়ঙ্গ থেকে মাকে বার্তা বাংলার সৌভিকের

তিনি ভাল রয়েছেন। দুশ্চিন্তা না করে সময় মতো যেন খেয়ে নেন তাঁর মা। উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে দূর বাংলায় মাকে এই বার্তাই পাঠালেন আটক শ্রমিক। অন্য এক শ্রমিক সুড়ঙ্গ থেকে কথা বললেন ভাইয়ের সঙ্গে। জানালেন, ভাল রয়েছেন তাঁরা।

আজ পাইপলাইনে পাঠানো ক্যামেরায় সুড়ঙ্গের ভিতর আটক শ্রমিকদের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সুড়ঙ্গের ভিতর হাত নাড়ছেন শ্রমিকরা। একে অপরের সঙ্গে কথা বলছেন। ভিডিয়ো উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী শেয়ার করেন এক্স হ্যান্ডেলে লেখেন, “আমরা সকল শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছি।”

সেই ভিডিয়োয় সৌভিক ও জয়দেবকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দুই পরিবারই। তাদের মুখে চোখে সেই আতঙ্ক আর নেই। ভরসা,আশা বেড়ে গিয়েছে। মনের জোর আরও বেড়ে গিয়েছে। ছেলের সঙ্গে কথা হয়েছে। এমনটাই জানালেন উভয় পরিবারের বাবা ও মা। তবুও তাঁদের আবেদন,যত তাড়াতাড়ি সম্ভব ছেলে যেন বাড়ি ফিরে আসে। সৌভিকের মা বলেন, “গত নদিন ধরে তো শুধু শুকনো খাবার খাচ্ছিল। তবে গতকাল খিচুড়ি দেওয়া হয়েছে। আজ ওরা কথা বলেছে। ছেলে ভিডিয়োর সামনে এসে বলল মা ভাল আছি। হাত নেড়েছে।”

১০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও উত্তরখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিক। সুড়ঙ্গের অন্তত ৬০ মিটার গভীরে শ্রমিকেরা আটকে আছেন। এখনও পর্যন্ত মাত্র ২৪ মিটার খোঁড়া গিয়েছে। নানা দিক থেকে ধ্বংসস্তূপ খোঁড়ার পরিকল্পনা করা হচ্ছে। পাশ থেকে সম্ভব না হলে উপর দিক থেকেও মাটি খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করা হবে। শ্রমিকদের উদ্ধার করতে আরও চার থেকে পাঁচ দিন লাগতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যেরা।