Vande Bharat Express Hits Cattle, Cow Falls On Man Peeing On Tracks; Both Dead

Vande Bharat Express: বন্দে ভারতের ধাক্কায় ঘাড়ে এসে পড়ল গরু! লাইনের ধারে প্রস্রাবরত বৃদ্ধের মৃত্যু

রেললাইনে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন বৃদ্ধ। হঠাৎই তাঁর ঘাড়ে এসে পড়ল গরু। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। রাজস্থানের আরাবলি বিহার থানার অন্তর্গত আলওয়ারে ঘটনাটি ঘটেছে। গরু কী করে বৃদ্ধের ঘাড়ে এসে পড়ল, তা নিয়ে প্রাথমিক ভাবে রহস্য তৈরি হলেও পরে জানা যায়, বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা খেয়ে ওই গরুটি উড়ে এসে বৃদ্ধের গায়ে পড়ে। সেই কারণেই মৃত্যু হয় বৃদ্ধের।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারের আরাবলি বিহার থানা এলাকায়। মৃত ব্যক্তির নাম শিবদয়াল শর্মা। তিনি একজন রেলকর্মী। তবে ২৩ বছর আগে অবসর নিয়েছেন। তিনি রেলের একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। প্রত্য়ক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শিবদয়াল নামক ওই ব্যক্তি সকাল সাড়ে আটটা নাগাদ আলওয়ারের কালী মোরি গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। সেই সময় ওই লাইন দিয়ে আসছিল বন্দে ভারত ট্রেন। হঠাৎই রেললাইনের উপরে চলে আসে একটি গরু। ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে গরুর। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে গরুটির দেহ টুকরো হয়ে ৩০ মিটার দূরে ছি়টকে পড়ে। শিবদয়াল ওখানেই দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, গরুর দেহের সঙ্গে ধাক্কা লেগে তিনি রেললাইনের উপরেই পড়ে যান এবং মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ব্য়ক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Karnataka: হইচই করে প্রেমিকার জন্মদিন পালন, তারপরেই গলা কেটে খুন করল প্রেমিক

বন্দে ভারত ট্রেনের দুর্ঘটনায় গরুর মৃত্যু নতুন নয়। এ দেশে এই নতুন হাইস্পিড ট্রেন চালুর পর থেকেই লেগে আছে সমস্যা। রেল রুটে ট্রেনের ধাক্কায় গবাদি পশুর মৃত্যু ঘিরে যেমন শোরগোল হয়েছে, তেমনই পশুর ধাক্কায় রেলের নাকও তুবড়েছে অনেকবার।
এই সমস্যা রুখতে চলতি বছরের জানুয়ারি মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে যেসব ট্রেন ছুটছে কিংবা আগামীদিনে ছুটবে—তার পুরো রুটেই ধাতু দিয়ে তৈরি পোক্ত ফেন্সিং বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক (Vande Bharat Cattle Accidents)।

উল্লেখযোগ্য বিষয় হল, এই লাইন ঘেরার কাজ প্রথম শুরু হচ্ছে নিউ দিল্লি-হাওড়া এবং নিউ দিল্লি-মুম্বই রুট দিয়েই। এক্ষেত্রে খরচের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪ হাজার ৬৭৭ কোটি টাকা। রিপোর্ট বলছে, উদ্বোধন হওয়ার পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে পশুর ধাক্কার অন্তত ৭০টি ঘটনা ঘটেছে। তবে এই প্রথম সেই দুর্ঘটনার জেরে মারা গেলেন কোনও মানুষও।

আরও পড়ুন: Pension: প্রখর রোদে খালি পায়ে পেনশন আনতে যাচ্ছেন বৃদ্ধা, SBI-কে তুলোধনা নির্মলা সীতারমনের