Vice-presidential election to be held on August 6, says Election Commission

Vice President Election: উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা, কবে বেঙ্কাইয়া নাইড়ুর উত্তরসূরি পাবে দেশ?

রাষ্ট্রপতির পর এবার দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনের (Vice President Election) ঘোষণা। বুধবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৬ অগাস্ট দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন। ওইদিনই ভোটগণনা হবে। অর্থাৎ ৬ অগাস্টই বেঙ্কাইয়া নাইড়ু পরবর্তী উপরাষ্ট্রপতি পেতে চলেছে দেশ।

বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছিলেন।  কমিশন সূত্রে খবর, ১৯ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেব্যাপারে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ জুলাই মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে। আগামী ২২ জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন।

আরও পড়ুন: President Election: রাহুল-অভিষেক-অখিলেশকে পাশে নিয়ে রাষ্ট্রপতির মনোনয়ন পেশ যশবন্তের

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022)। ফলপ্রকাশ ২১ জুলাই। এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে মগ্ন রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি দিয়ে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা আরও বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। একসঙ্গে জোড়া নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করাটা বিরোধীদের কাছেই বেশি চ্যালেঞ্জিং। একে তো রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্বাচন করতে গিয়ে তথাকথিত ঐক্যবদ্ধ বিরোধী শিবিরকে বেশ বেগ পেতে হয়েছে। তার উপরে আবার উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া। সেটাও বেশ কঠিন কাজই হতে চলেছে।

সংখ্যার হিসাব বলছে, বিজেপি (BJP) যাকেই প্রার্থী করবে, তিনিই লড়াইয়ে প্রতিপক্ষের থেকে অনেকটা এগিয়ে শুরু করবেন। যদিও গেরুয়া শিবির প্রার্থী হিসাবে কাকে বেছে নেয়, সেটা নিয়ে বিস্তর জল্পনা আছে। বিজেপির অন্দরে গুঞ্জন, উপরাষ্ট্রপতি (Vice President Election) পদে সংখ্যালঘু কোনও মুখকে প্রার্থী করা হতে পারে। সেক্ষেত্রে এগিয়ে থাকবেন মুখতার আব্বাস নকভি। আবার ভেঙ্কাইয়া নায়ডুর নিজেরও নাকি রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু প্রার্থী হতে না পেরে তিনি অসন্তুষ্ট। তাই তাঁকে ফের উপরাষ্ট্রপতি পদে রেখে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: স্ত্রীর ভরণ-পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর নয়! রায় দিল্লি হাইকোর্টের