‘কন্যা ক্ষমতায়ন, সমৃদ্ধ বিহার’ প্রকল্পের নাম। সেই প্রকল্পের কর্মশালায় মেয়েদের সুবিধা-অসুবিধা জানতে ছাত্রীদের সঙ্গে বসেছিলেন রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন নিগমের প্রধানের (Women and Child Development Corporatio) শীর্ষ আমলা। সেখানেই নবম-দশম শ্রেণির এক ছাত্রী জানতে চেয়েছিলেন, “সরকার কি বিশ-ত্রিশ টাকায় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট দিতে পারে?” উত্তরে আমলা ঝাঁঝিয়ে ওঠেন। বলেন, “এরপর তো তোমরা সরকারের কাছে কন্ডোমও চেয়ে বসবে!” এই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছাত্রীর প্রশ্নে ওই মহিলা আধিকারিকের প্রতিক্রিয়ার নিন্দা শুরু হয়েছে।
এই বিতর্ক নিয়ে মুখ খুলল সেই ছাত্রী রিয়া।সংবাদ সংস্থা এএনআই-কে রিয়া বলেছে, ‘‘আমার প্রশ্নটা (স্যানিটারি ন্যাপকিন নিয়ে) ভুল ছিল না। এটা কোনও বড় ব্যাপার নয়। আমি কিনতে পারি। কিন্তু বস্তিতে অনেকেই থাকেন, যাঁদের এ সব কেনারও সামর্থ্য নেই। তাই নিজের জন্য নয়, সব মেয়ের জন্য চেয়েছিলাম।’’
রিয়ার অনুরোধ শুনে আমলা যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। এই প্রসঙ্গে ওই ছাত্রী বলে, ‘‘আমরা নিজেদের সমস্যার কথা জানাতে গিয়েছিলাম। লড়তে যাইনি।’’
बिहार: "सैनिटरी पैड दिया, तो मांगने लगेंगे निरोध"…
छात्रा के सवाल पर नीतीश के महिला IAS का विवादित बयान pic.twitter.com/NZOppJECUN
— News24 (@news24tvchannel) September 28, 2022
আরও পড়ুন: Uttarakhand: ‘আমাকে দেহ ব্যবসার পথে ঠেলে দেওয়া হচ্ছে’, মৃত্যুর আগে বন্ধুকে জানিয়েছিলেন অঙ্কিতা
ঠিক কী ঘটেছিল? সম্প্রতি বিহারে ইউনিসেফের সহযোগিতায় একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ওই ছাত্রী অনুরোধ করেন যে, সরকার তাদের বিনামূল্যে সাইকেল, স্কুলের পোশাক দিচ্ছে। এর পাশাপাশি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও যেন দেওয়া হয়। ছাত্রীর এ হেন আর্জি শুনে হরজ্যোত কউর ভামরা নামে এক আমলা পাল্টা ছাত্রীকে বলেন, ‘‘বিনামূল্যে জিনিস পাওয়ার কোনও সীমা নেই। সরকার অনেক কিছু দিচ্ছে। আজ তুমি বিনামূল্যে ন্যাপকিন চাইছ। কাল হয়তো জিনস, জুতো চাইবে। তার পর যখন পরিবারের পরিকল্পনা করবে, তখন বিনামূল্যে কন্ডোমও চাইবে।’’
আমলার এই মন্তব্যে ক্ষুব্ধ হয় স্কুলছাত্রীরা। তাদের অভিযোগ, সরকার তাদের জন্য কিছু করছে না। ভোটের সময় তাদের কাছে আসে। এ কথা শুনে ওই আমলা বলেন, ‘‘তা হলে ভোট দিয়ো না। পাকিস্তানের মতো হও।’’ ছাত্রীদের সঙ্গে আমলার এ হেন কথোপকথন ঘিরে সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। ওই আমলাকে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। ঘটনায় অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই বিতর্কে দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন ওই আমলা।
আরও পড়ুন: মিড ডে মিলে শুধু নুন ভাত! ইউপির স্কুলের ভিডিয়ো সামনে আসতেই বরখাস্ত অধ্যক্ষ