Vinesh Phogat, Bajrang Punia join Congress

Vinesh Phogat: কংগ্রেসের ‘হাত’ ধরলেন বিনেশ, সঙ্গী বজরংও, হরিয়ানায় প্রার্থী হতে পারেন দুই কুস্তিগির

সামনেই হরিয়ানার বিধানসভা নির্বাচন (Haryana Assembly Elections)। তার আগে মাস্টারস্ট্রোক কংগ্রেসের ( Congress)। শুক্রবার বিকালে নয়াদিল্লির কংগ্রেসের সদর দফতরে এসে, রাজনৈতিক কেরিয়ার শুরু করলেন দেশের দুই তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া (Vinesh Phogat And Bajrang Punia Join Congress)।

আগেই জানা গিয়েছিল যে, মোদী সরকারের নির্মমতায় বীতশ্রদ্ধ দুই ক্রীড়াবিদ কংগ্রেসের হাত শক্ত করতে পারেন। এদিন ভিনেশ-বজরং কংগ্রেসে যোগ দিয়ে সেই সম্ভাবনাই বাস্তবায়িত করলেন। ভিনেশ-বজরং সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তারপরেই চলে আসেন পার্টি অফিসে।

শুক্রবার কংগ্রেসে যোগ দেওয়ার পরে বিনেশ জানান, “মহিলাদের বিরুদ্ধে দেশজুড়ে যেভাবে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কংগ্রেস। আসলে খারাপ সময়ে বোঝা যায় আসলে কারা আমাদের আপন।” তাঁর মতে, যন্তরমন্তরে যেভাবে হেনস্তা করা হয়েছিল তার পরে হতাশায় অবসর নিতে পারতেন। কিন্তু বিজেপির যাবতীয় প্রোপাগান্ডা উড়িয়ে, সমস্ত ট্রায়ালে জিতে অলিম্পিকে জায়গা করে নিয়েছেন। তবে ভিনেশ মনে করছেন, পরমাত্মা হয়তো অন্যরকম কিছু চেয়েছিলেন বলেই অলিম্পিক ফাইনালে এমন ফলাফল হয়েছে।

গত প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি কুস্তির ফাইনালে ওঠার পর প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যান বিনেশ। তার পর কুস্তি থেকে অবসর ঘোষণা করেন। সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন বিনেশ। গত বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বিনেশ এবং বজরং। রাহুলের সঙ্গে বৈঠকের পরই তাঁদের কংগ্রেসে যোগদানের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। হরিয়ানায় বিধানসভা নির্বাচনে তাঁদের প্রার্থী করতে পারে কংগ্রেস।

সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে শুক্রবার সরকারি চাকরিতে ইস্তফা দিলেন বিনেশ। সমাজমাধ্যমে ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে বিনেশ বলেছেন, ‘‘ভারতীয় রেলের কর্মী হিসাবে কাজ করতে পেরে আমি গর্বিত। রেলের সঙ্গে অনেক সুখস্মৃতি রয়েছে আমার। তবু জীবনের এই পর্বে এসে রেলের সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় রেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি। রেলওয়ে পরিবারের কাছে সব সময় কৃতজ্ঞ থাকব, দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য।’’

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তারকা কুস্তিগির। তার পরেই পেয়েছেন রেলের শোকজ নোটিস। ভিনেশের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে রেলের তরফে। যদিও কংগ্রেসের পালটা, রাহুল গান্ধীর সঙ্গে ছবি তোলা কি অন্যায়? তিনি লোকসভার বিরোধী দলনেতা, সাংবিধানিক পদাধিকারী, তাঁর সঙ্গে দেখা করা যাবে না?