Vishwakarma Yojana: What is PM Vishwakarma Scheme, ₹1 lakh loan at 5% interest

Vishwakarma Yojana: বিশ্বকর্মা যোজনাতে কত টাকা ঋণ পাবেন কারিগরেরা? জানুন লোনে সুদের হার

কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৬ অগস্ট বুধবার ১৩,০০০ কোটির পিএম বিশ্বকর্মা স্কিমের অনুমোদন দিয়েছে। এর জেরে অন্তত ৩০ লাখ শিল্পীর সুবিধা হবে। সেই সঙ্গেই স্বর্ণকার , তাঁতি, ক্ষৌরকার, চর্মকার, ধোপা সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা বিরাট উপকৃত হবেন।

লোকসভা নির্বাচনে ওবিসি ভোটের কথা মাথায় রেখেই সোমবার প্রধানমন্ত্রী মোদী লালকেল্লার বক্তৃতায় বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। কারণ ওবিসি জনগোষ্ঠীর একটি বড় অংশ কামার, স্বর্ণকার, রাজমিস্ত্রি, ক্ষৌরকারের কাজ করেন। বিশ্বকর্মা যোজনায় মূলত লাভ হবে ওবিসিদের মধ্যে ওই অংশের।

আরও পড়ুন: Assam : প্রবীণ বিজেপি নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল, ‘আত্মহত্যা’ BJP নেত্রীর

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো মঙ্গলবার মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘‘১৩ হাজার কোটি টাকার বিশ্বকর্মা যোজনায় দেশের ‘প্রথাগত কারিগরেরা’ ২ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত ঋণ পাবেন।’’ বৈষ্ণো জানিয়েছেন, এই প্রকল্পে প্রথম দফায় ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কারিগরেরা। দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রসঙ্গত, চলতি বছর বাজেটে ‘বিশ্বকর্মা যোজনা প্রকল্পে’র কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছিলেন, এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্যের পাশাপাশি, কারিগরদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও পণ্যের প্রচার কী ভাবে হয়, তা শেখানো হবে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রাথমিকভাবে ১৩,০০০ কোটি টাকার স্কিম। বহু ক্ষেত্রে হস্তশিল্পীরা অর্থের অভাবে সমস্য়ায় পড়ে গিয়েছেন। তাঁদের কাছে উপযুক্ত পুঁজি নেই। সেক্ষেত্রে তাঁরা কী করবেন তার কোনও দিশা পান না। তবে এবার তাঁদের পাশে দাঁড়াল সরকার।

আরও পড়ুন: Nehru Museum: স্বাধীনতা দিবসে বদলে গেল নেহরু সংগ্রহশালার নাম! ভয় পাচ্ছেন মোদী, তোপ কংগ্রেসের