অনিল কাপুরের ‘নায়ক’ সিনেমার কথা মনে আছে? গুন্ডাদের সঙ্গে মারপিট করে কাদা মাখার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন আমজনতা। সিনেমার সেই দৃশ্যই যেন এবার ফিরিয়ে আনলেন আপ নেতা তথা পূর্ব দিল্লির কাউন্সিলর হাসিব-উল-হাসান। রাস্তার পাশের ড্রেনের বেহাল অবস্থা দেখে নিজেই তিনি নেমে পড়েছিলেন তা পরিষ্কার করতে। আর কাদা মাখামাখি হয়ে ড্রেন থেকে উঠে আসার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্কে।
ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। পূর্ব দিল্লির আম আদমি পার্টির ওই কাউন্সিলরের নাম হাসিব-উল-হাসান (Haseeb-ul-Hasan)। এদিন আসন্ন নির্বাচনের প্রচারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পথে নেমেছিলেন হাসিব-উল। দিল্লির শক্তি পার্কের একটি জায়গায় পৌঁছে দেখেন নর্দমার জমা জল উপচে পড়ে কাদাজল জমেছে। দেরি না করে নিজেই নোংরা পরিষ্কার করতে নেমে পড়েন আপ কাউন্সিলর।
WATCH: Drama peaks as MCD elections come closer, AAP corporator turns Anil Kapoor from Bollywood movie Nayak.
AAP corporator Hasib Al Hassan Jumps into a drain in East Delhi to clean it, takes a milk bath later. ?? pic.twitter.com/1lOwV6tATX
— Prashant Kumar (@scribe_prashant) March 22, 2022
গোটা ঘটনাটি ভিডিও করেন স্থানীয় বাসিন্দারা। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, সাদা কুর্তা-পাজামা পরেই জমা জলে নেমে পড়েছেন আপ কাউন্সিলর। আর নোংরা পরিষ্কার করে উঠে আসার পর অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ সিনেমার কায়দায় নেতাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছেন আপ অনুগামী ও স্থানীয় বাসিন্দারা।
পরে আসন্ন পুরসভা ভোটে আপ প্রার্থী হাসিব-উল-হাসান বলেছেন, এই এলাকায় বিজেপি (BJP) ক্ষমতায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানানোর পরেও এখানকার বিজেপি কাউন্সিলর ও বিজেপি বিধায়ক কোনও ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আমাকেই নোংরা পরিষ্কার করতে ড্রেনে নামতে হল।
প্রসঙ্গত, দিল্লি পুরসভা (সংশোধনী) বিলে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লি পুরসভাকে একত্রিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। যা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে আপ ও বিজেপির মধ্যে। আপের বক্তব্য, এর ফলে পুরসভা ভোট পিছিয়ে যাবে। এমনকী এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আরজি জানিয়েছেন স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।