সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার এই ঘোষণা করেন। এক এক্সবার্তায় তিনি লিখেছেন, ‘সরকারের সুপারিশে রাষ্ট্রপতি সংসদের শীত অধিবেশন ডেকেছেন। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ২৬ নভেম্বর (সংবিধান দিবস) পালিত হবে সংবিধান গৃহীত হওয়ার ৭৫-তম বর্ষ। সংবিধান সদনের সেন্ট্রাল হলে দিনটি পালিত হবে।’
শীতকালীন অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল এবং ‘এক দেশ, এক ভোট’ বিল পাশ করাতে ঝাঁপাতে পারে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন, শীতকালীন অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াকফ সংশোধনী বিলের কাজ সম্পূর্ণ করা। উল্লেখ্য, বিলটি এই মুহূর্তে যৌথ সংসদীয় কমিটির কাছে বিবেচনার জন্য রয়েছে। তারা বিলটি নিয়ে বৈঠক করছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানা যায়নি।
ওয়াকফ বিল ছাড়াও শীতকালীন অধিবেশনে ‘এক দেশ এক ভোট’ বিলও সংসদে পেশ করতে পারে কেন্দ্র। সম্প্রতি মহারাষ্ট্রে প্রচারে গিয়ে নতুন করে ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
এই বিল নিয়ে আলোচনাতেও শীত অধিবেশন গরম হয়ে উঠতে চলেছে। কারণ কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অধিকাংশ আঞ্চলিক দল এই বিলের বিরোধী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেই দিয়েছেন, এই ধারণা বাস্তবে রূপায়িত হওয়ার অসম্ভব। তিনি সংবাদ সংস্থাকে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী যা বলছেন তা করতে পারবেন না। কারণ এটা সংসদে উত্থাপিত হলে তাঁকে প্রতিটি সদস্যের আস্থা নিতে হবে। তা অসম্ভব।