Zomato officially renames itself as Eternal, app name remains same

Zomato: বদলে গেল ‘জোম্যাটো’র নাম! জেনে নিন নতুন নাম

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটোর জনপ্রিয়তা গোটা দেশেই। এবার বদলে গেল সংস্থাটির নাম। এবার থেকে এর নাম হবে ‘ইটারনাল’। জোমাট্যোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল এমনটাই জানিয়েছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সংস্থার বোর্ড অফ মেম্বারস অনুমোদন পাওয়ার পরই এবিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে। বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার শেয়ারহোল্ডারদের কাছে লেখা এক চিঠিতে দীপিন্দর গোয়েল জানিয়েছেন, কোম্পানির বোর্ড নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে এবং শেয়ারহোল্ডারদেরও এই পরিবর্তনকে সমর্থন করার জন্য অনুরোধ করেছে।’ যখন এটি অনুমোদিত হবে, তখন আমাদের কর্পোরেট ওয়েবসাইট zomato.com থেকে eternal.com রূপান্তরিত হবে। আমরা আমাদের স্টক টিকারটি জোমাটো থেকে ইটারনালে পরিবর্তন করব। ইটারনাল চারটি বড় ব্যবসা নিয়ে গঠিত হবে (এখনও পর্যন্ত) – জোম্যাটো, ব্লিঙ্কিট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিউর,’দীপিন্দর গয়াল লিখেছেন।
এই নাম পাল্টানোর নেপথ্যে রয়েছে প্রাথমিক ভাবনা। সিইওর কথায়, আগামীতে যেদিন জোম্যাটো ছাড়িয়ে আরও অন্যান্য প্ল্যাটফর্মে নিজেদের সংস্থা জায়গা করে নেবে, সেই দিন এই নতুন নাম প্রকাশ করা হবে বলে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু ‘ব্লিঙ্কইটের’ মাধ্যমে আমরা সেই জায়গাটায় পৌঁছেছি, তাই ‘জোম্যাটো লিমিটেড’ থেকে সংস্থার নাম বদলে ‘ইটারনাল লিমিটেড’ করা হল।

অর্থাৎ, বহু জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘জোম্যাটো’, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ জিভের আরাম খুঁজে পান, সেই নামই পাল্টে যাচ্ছে। তাতে যে খাদ্যপ্রেমী মানুষের রসনা তৃপ্তিতে একটুও ব্যাঘাত ঘটবে তা একেবারেই নয়।