Israel-Hamas war : Overnight air attacks ‘kill 55 people’ in Gaza

Gaza: গাজায় ইসরাইলের বর্বর পাশবিক হামলায় এক রাতে নিহত ৫৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। রোববার হামাসের বরাতে আল-জাজিরা এ তথ্য জানায়। এ হামলার বিষয়ে হামাসের প্রেস দপ্তর একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় ৫৫ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় রবিবার সন্ধ্যা থেকে হামলা আরও জোরদার করার পরিকল্পনা করছে ইসরাইলি সেনাবাহিনী।এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় হামলা জোরদার করে ইসরায়েল। এই হামলায় গাজায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গতকাল রাতে গাজায় হামলা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় হামলা জোরদার করে ইসরায়েল। এই হামলায় গাজায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।উল্লেখ্য, ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি।