বহুজাতিক তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির (Narayana Murthy) জামাইয়ের হাতেই আসতে চলেছে ব্রিটেনের শাসনভার? তবে কি এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী (British Prime Minister) কুর্সিতে ভারতীয় বংশোদ্ভুত ?
প্রথম রাউন্ডের গণনায় প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী (Former British Finance Minister) ঋষি সুনক (Rishi Sunak) সব চেয়ে বেশি ভোট পাওয়ায় তুঙ্গে উঠেছে জল্পনা। কনজারভেটিভ দলের (Conservative Party) নেতা নির্বাচনের লড়াইতেও রয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর কুর্সি পেলে, ঋষিই হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যাঁর হাতে আসবে ব্রিটেনের রাজপাট। প্রধানমন্ত্রীর লড়াইতে থাকা দু’জন ছিটকে যাওয়ায় ঋষির সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ব্রিটিশ সংবাদসংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের লড়াইয়ের প্রথম রাউন্ডে ঋষি পেয়েছেন ৮৮টি ভোট। ৬৭ ভোট পেয়ে তাঁর ঠিক পিছনেই রয়েছেন বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট। প্রথম রাউন্ডে বিদেশ সচিব () লিজ ট্রাস পেয়েছেন ৫০টি ভোট। দু’জন ইতিমধ্যেই লড়াই থেকে ছিটকে যাওয়ায় ব্রিটিনের প্রধানমন্ত্রীর দৌড়ে বর্তমানে রয়েছেন আইনসভার ৬ সদস্য।
প্রতিবার সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থীকে বাদ দিয়ে ভোট হতে থাকবে। ২১ জুলাইয়ের মধ্যে প্রতিদ্বন্দিতা চূড়ান্ত দুইজনের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে ২০০,০০০ কনজারভেটিভ পার্টির সদস্যরা নতুন নেতা নির্বাচন করবেন। এরপরে ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে কে হবেন পরবর্তী নেতা।
যদিও সুনক তার সহকর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী কিন্তু প্রায় ৯০০ জন দলীয় সদস্যের মধ্যে করা একটি সার্ভেতে দেখা গিয়েছে যে তাদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছেন মর্ডান্ট।