Govt Job: 30 thousand recruitment in state, know how to apply

Govt Job: রাজ্যে ৩০ হাজার কর্মী নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বিভিন্ন সেক্টরে তড়িঘড়ি ৩০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার বন্দোবস্ত করা হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।

সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কাজ করতে ইচ্ছুক বাংলার বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন বলেই জানা গিয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলার সরকারি সংস্থা থেকে শুরু করে বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ প্রক্রিয়া চলবে। কাজ করার ক্ষেত্রে যাতে কোন রকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণেই পড়ুয়াদের প্রথমে স্বল্প প্রশিক্ষণ দিয়ে তারপর তাদের কাজে নিয়োগ করা হবে।

এছাড়াও, গ্রুপ সি,গ্রুপ ডি, ডিইও, এমটিএস-সহ বিভিন্ন সেক্টরে সরাসরি নিয়োগ করা হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানানোর পর নিকটবর্তী যে স্থানে জব ফেয়ার অনুষ্ঠিত হবে সেই জায়গায় হাজির থাকতে হবে।

এর পাশাপাশি কবে কোথায় জব ফেয়ার অনুষ্ঠিত হবে, সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পাশাপাশি জব ফেয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই যেহেতু কর্মীর প্রয়োজন তাই প্রত্যেকটি জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলেই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এছাড়াও, যারা উৎকর্ষ বাংলা থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং যাদের আইটিইউ ও পলিটেকনিক করা আছে তাদের জন্য বিশেষ সুবিধা মিলবে। চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইটটি হল : https://www.pbssd.gov.in/।অ্যাডমিট কার্ডের সাথে মার্কশিট ও সার্টিফিকেট লাগবে‌। এছাড়াও বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স জমা করতে হবে। সেই সঙ্গে বয়সের প্রমাণপত্র-সহ পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে