2000 RS Ban: Mamata Banerjee Attacks Narendra Modi Govt After Rbi Ban Rs 2000 Notes

2000 Rs Ban: ‘তুঘলকি সিদ্ধান্তে আমজনতার যন্ত্রণা, এর ফল ভুগতে হবে’, নোটবন্দী নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দু’হাজার টাকার নোট বাতিলের বিরুদ্ধে টুইট করে মোদী সরকারকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে টুইট করে মোদী সরকারের এই সিদ্ধান্তকে হঠকারী ও তুঘলকি বলে আক্রমণ করেছেন তিনি।

আর মাত্র চার মাস। তারপরই বাজারে আর পাওয়া যাবে না ২০০০ টাকার নোট। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক (RBI)। এ নিয়ে বিরোধী শিবির ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। ২০০০ টাকার নোট আর ছাপা হবে না, এই খবরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) শুক্রবার টুইটেই নিজের বক্তব্য জানিয়েছিলেন। শনিবার ফের তিনি টুইটে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তকে কেন্দ্রের খামখেয়ালি ও তুঘলকি সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। আর এতে আমজনতাকে ফের যন্ত্রণায় ফেলা হল বলে মত তাঁর।

এদিন মমতা লিখেছেন, ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত হঠকারী ও তুঘলকি। এর ফলে সাধারণ মানুষকে আরও একবার হেনস্থার মুখোমুখি হতে হবে। জনবিরোধী ও সহচর পুঁজিবাদকে আড়াল করতে এই ধরণের অহঙ্কারী পদক্ষেপ করছে সরকার। অস্থায়ী ও স্বৈরাচারী সরকারের এই পদক্ষেপের কথা মানুষ ভুলবে না।

সাত বছর আগেকার নোটবন্দির তিক্ত স্মৃতি এখনও সকলের মনে তাজা। তার মধ্যে ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সেই স্মৃতিকে ফিরিয়ে এনেছে। শুক্রবারের টুইটে তিনি এই সিদ্ধান্তের সমালোচনায় তৃণমূল সুপ্রিমো লেখেন, “তাহলে এটা ২০০০ টাকার ধমাকা ছিল না। এটা আসলে কোটি কোটি ভারতীয়কে কোটি কোটি টাকার ধোঁকা ছিল। এখনই সময়, সমস্ত ভাই বোনকে অনুরোধ করছি, আপনারা জেগে উঠুন। নোটবন্দি অর্থাৎ ডিমানিটাইজেশনের সময় আমরা যে অসুবিধার মুখোমুখি হয়েছিলাম তা ভোলার নয়। যারা এই পরিস্থিতির মধ্যে আমাদের ফেলেছিল, তাদের কখনও ক্ষমা করবেন না।”