কোভিডের কারণে দু’বছর বন্ধ থাকার পর গতকাল একুশে জুলাইয়ের সমাবেশ হয়েছে ধর্মতলায়। সমাবেশের মঞ্চে দেখা গিয়েছে বহু বিশিষ্টদের। আর তাদের মধ্যে অন্যতম হলেন গায়ক নচিকেতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ভাষণ শুরু করার ঠিক আগেই নচিকেতার কণ্ঠে শোনা যায় সেই পরিচিত গান, ‘তুমি আসবে বলেই…।’ আর তারপরেই মমতাকে লক্ষ্য করে নচিকেতা ৮ বলেন, ‘দিদি তুমি আসবে বলে সকলে অপেক্ষা করে রয়েছে। গোটা প্রকৃতি, গোটা দেশ তোমার জন্য অপেক্ষায় রয়েছে।’ এরপরেই মঞ্চে ভাষণ শুরু করেন মমতা।
বৃহস্পতিবার ধর্মতলায় সমাবেশ মঞ্চে ছিলেন অভিনেতা-সাংসদ দেব, অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী, পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী, অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়া, সায়নী ঘোষেরা। ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল, পরিচালক হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, অভিনেত্রী অনামিকা সাহা, সোহিনী সেনগুপ্ত, দোলন রায়েরা। ছিলেন গায়ক সৌমিত্র রায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, ফুটবলার মেহতাব হোসেন সহ শিক্ষা নাট্য জগতের বিশিষ্টরা। প্রবীণ নাট্য অভিনেতা গৌতম মুখোপাধ্যায়কে যেমন দেখা গিয়েছে তেমনি দেখা গিয়েছে ইন্দ্রজিৎ চক্রবর্তীকে।
আরও পড়ুন: Jagdeep Dhankhar : পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা ধনকড়ের, এলেন গণেশন
এদিন মঞ্চে উঠে ভাষণ শুরু করার প্রথমেই প্রয়াত বিশিষ্টদের কথা স্মরণ করেন মমতা। যার মধ্যে রয়েছেন গায়ক কেকে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ। তবে মঞ্চে উঠে আলাদা করে কোনও তারকার নাম নেননি মমতা। সকলকেই এক সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন। মাঝে শুধু রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদের সময় এক বার ডেকে নেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে। তাঁর হাতে তুলে দেন গ্যাস সিলিন্ডারের একটি কাট আউট। হাততালিতে ফেটে পড়ে সভাস্থল।
এ বারের ২১ জুলাইয়ের মঞ্চে টালিগঞ্জের গ্ল্যামার জগতের কেউ বক্তৃতা করেননি। তবে ১১ জন বক্তার তালিকা একেবারেই সিনে-গ্ল্যামার বর্জিত ছিল এমন নয়। বিরবাহা হাঁসদা বক্তৃতা করেন মঞ্চে। রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা সাঁওতালি সিনেমার একেবারে সামনের সারির মুখ ছিলেন একটা সময়ে। সমাবেশ শেষে নেত্রী মমতার সঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলান নেতা-নেত্রী-তারকারা। গলা মেলান রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন আরও এক গায়ক তথা বিধায়ক বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন: Samantak Das: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য স্যমন্তক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার