জমা আবর্জনায় আগুন লেগে সাতসকালে যানজট মা উড়ালপুলে। সকাল ৯টা নাগাদ আগুন লাগে বলে অনুমান। পুলিশ আগুনের কারণ খতিয়ে দেখছে। দশটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণেও আসে। তবে আগুন লেগে যানজট শুরু হলেও পরে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
মা উড়ালপুলে দুর্ঘটনার খবর অবশ্য নতুন নয়। এর আগে চিনা মঞ্জায় বহু বাইকারোহী আহত হয়েছেন মা উড়ালপুলে। বেপরোয়া গাড়ি চালিয়ে উড়ালপুল থেকে সোজা নীচে রাস্তায় পড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে সম্প্রতি। বারবার খবরের শিরোনামে আসা মা উড়ালপুলে দুর্ঘটনাগুলির কথা মাথায় রেখে রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজও চলছে। তার মধ্যেই এ বার আগুন লাগার ঘটনাও ঘটল উড়ালপুলে।
আরও পড়ুন: Price Hike: এক পিস্ পাতিলেবু ১০ টাকা, কাঁচা লঙ্কা দেড়শো পার! আগুন দামে হতভম্ব ক্রেতারা
ঘড়ির কাঁটায় তখন ৯টা। মা ফ্লাইওভারের উপর আচমকাই আগুন জ্বলতে দেখা যায়। এ খবর পাওয়ামাত্রই ট্রাফিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা জানান, ফ্লাইওভারের উপরে থাকা আবর্জনার স্তূপে আগুন লেগে যায়। এদিকে, আগুন জ্বলতে দেখে ফ্লাইওভারের উপর একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। তাতেই তীব্র যানজট তৈরি হয়। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে অফিস টাইমে গন্তব্যে পৌঁছতে ব্যাপক ভোগান্তির শিকার হন ফ্লাইওভার ব্যবহারকারীরা।
আপাতত রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে মা উড়ালপুল। গত ৪ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আংশিকভাবে বন্ধ মা উড়ালপুল। এই সময়ে মা উড়ালপুল ব্যবহারকারীরা ভুল করে যাতে চলে না আসেন, সে কারণে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ বোর্ড লাগানো হয়েছে। রাতে কাজের জন্য উড়ালপুল বন্ধ থাকলেও সকালে যাতে যানচলাচলে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখাও হয়েছে। তা সত্ত্বেও সোমবার উড়ালপুলের উপর জমা আবর্জনায় কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: TMC Inner Clash : বেহালা কাণ্ডে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা বাবন