দক্ষিণ কলকাতায় স্থায়ী রাজ্য দফতর খুলতে চলেছে আপ। সব কিছু ঠিকঠাক থাকলে রবিবারই সেই দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত আপের কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসু। আপ সূত্রে জানা গিয়েছে, রুবি মোড়ের কাছে হালতুর হসপিটাল রোডে হবে আপের রাজ্য দফতর।
আপ সূত্রে জানা গিয়েছে, এতদিন রাজ্য দফতর না থাকলেও বিভিন্ন জেলায় দলের দফতর রয়েছে। দুর্গাপুর, মেদিনীপুর, কোচবিহার শহরে স্থায়ী দফতরও হয়েছে। এ বার রাজধানী শহর কলকাতায় আপের দফতর।সঞ্জয় বলেন, ‘‘এখন আমাদের পাখির চোখ গুজরাত বিধানসভা নির্বাচন। দলের সিদ্ধান্তই রয়েছে যে, একটি একটি করে রাজ্যের দিকে নজর দেওয়া। গুজরাতে আমরা জেতার মতো জায়গায় রয়েছি। তাই এখন অন্য দিকে নজর নয়।’’
কলকাতায় দলীয় দফতর হয়ে গেলেও গুজরাতের ভোট মেটার আগে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল কলকাতায় আসছেন না। জানান সঞ্জয়।
সঞ্জয় বলেন, ‘‘বাংলায় বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষ আমাদের সঙ্গে কাজ করতে চাইছেন। কিন্তু কলকাতায় একটা স্থায়ী ঠিকানা না থাকলে সমস্যা হচ্ছিল। সেই কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় দফতর বানানোর ছাড়পত্র দেয়।’’ তবে কি পঞ্চায়েত নির্বাচনে আপকে ভোটের ময়দানে দেখা যাবে না? সঞ্জয় বলেন, ‘‘আমরা আগেই বলেছি যে, যেখানে সংগঠন থাকবে সেখানে লড়াই হবে। আবার শুধু সংগঠন থাকলেই হবে না। যেখানে যোগ্য প্রার্থী পাওয়া যাবে সেখানেই আমরা লড়ব।’’
বাংলা নিয়ে গত কয়েক মাস ধরেই তৎপর আপ নেতৃত্ব। পঞ্জাব জয়ের পরেই বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা ফোন নম্বর তৈরি হয়। সেখানে আসা ‘মিস্ড কল’ দেখে যোগাযোগ করা হয় আপে যোগদানে আগ্রহীদের সঙ্গে। কলকাতা-সহ রাজ্যে বেশ কয়েকটি কর্মসূচি নিলেও সে ভাবে সাফল্য মেলেনি।