Abhishek Banerjee visits USA for eye treatment

Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক, ফিরবেন কবে?

চোখের চিকিৎসার জন্য ফের বিদেশ যেতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিবাসন সূত্রে খবর, বুধবার কলকাতা থেকে এমিরেটসের উড়ানে সস্ত্রীক দুবাই উড়ে গিয়েছেন অভিষেক।

জানা গিয়েছে, চোখের চিকিৎসা করাতেই প্রথমে দুবাই এবং সেখান থেকে আমেরিকা যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৮ আগস্ট আমেরিকার (USA) হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট।  আমেরিকার বাল্টিমোরে চোখের চিকিৎসার কারণেই তাঁর এই বিদেশ ভ্রমণ। দশ দিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা।

উল্লেখ্যে, কলকাতা হাই কোর্টে বুধবারেই অভিষেকের মামলা উঠেছিল। সেই মামলার শুনানি সোমবার হওয়ার কথা। গত সোমবার অভিষেকের বিদেশ ভ্রমণের প্রসঙ্গ সুপ্রিম কোর্টে উঠলে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, যদি কোনও অভিযুক্তের বিদেশে গা ঢাকা দেওয়ার আশঙ্কা না থাকে, তা হলে দেশের নাগরিকদের বিদেশে যাওয়ার অধিকার রয়েছে। বিশেষত চিকিৎসাজনিত কারণে।

আরও পড়ুন: Abhijit Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায় মমতার প্রশংসা, মুখ খুললেন অভিষেকের বিতর্কিত মন্তব্য নিয়ে

২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। সিঙ্গাপুর, আমেরিকায় চিকিৎসার পর আপাতত তাঁর চোখ কিছুটা ভাল। কিন্তু পুরোপুরি সুস্থ নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত বছর সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোরের হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ও তিনি প্রায় ২৫ দিন ছিলেন আমেরিকায়।

এর আগে গত ৫ জুলাই ছেলেমেয়েকে নিয়ে দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অভিবাসন দফতর থেকে আধিকারিকরা তাঁকে জানান, যেহেতু তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা আছে, তাই তিনি বিদেশে যেতে পারবেন না। এদিকে কেন তাঁকে বিমানবন্দরে আটকানো হল সেই, প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রুজিরা। সেই মামলাতেই শীর্ষ আদালত ইডিকে লুক আউট জারি করা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। এই আবহে এবার স্বামী অভিষেকের সঙ্গে বিদেশে পাড়ি দিলেন রুজিরাও।

আরও পড়ুন: Mamata Banerjee: এবার কলকাতা পুলিশের আওতায় ভাঙড়, নতুন ডিভিশন গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর