Accident: school student died in an accident at salt lake

Accident: দুই বাসের রেষারেষি, উল্টোডাঙায় বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া

খাস কলকাতায় ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি এক খুদে পড়ুয়া। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেক ২ নম্বর গেটের কাছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মৃত পড়ুয়ার মা-ও।

মঙ্গলবার স্কুল থেকে মায়ের সঙ্গে স্কুটিতে চেপে ফিরছিল আয়ুষ পাইক নামে ওই ছাত্র। কেষ্টপুরের একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। সল্টলেকের ২ নম্বর গেটের কাছে দু’টি বাসের মধ্যে রেষারেষি চলছিল সেই সময়। সল্টলেক-হাওড়া রুটের একটি বাসের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে আয়ুষ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মা-ও হাসপাতালে ভর্তি। এর পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়েরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। বাস ভাঙচুরের অভিযোগও উঠেছে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

এদিন দুপুরে পাহাড়ের উন্নয়নে জিটিএ বৈঠকের মধ্যেই বাসের রেষারেষিতে স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে সেখান থেকেই টেলিফোনে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করেন মমতা। ঘটনায় মুখ্যমন্ত্রী এতটাই ক্ষুব্ধ যে অবিলম্বে বাসের রেষারেষি বন্ধ না হলে আইন এনে বেপরোয়া চালকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের মামলা রুজু করার প্রস্তাবও দিয়েছেন পরিবহণ মন্ত্রীকে।

এর পরেই পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসার ডাক দিয়েছেন স্নেহাশিস। প্রসঙ্গত, ওই দিনই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী।