অ্যাডিনো ভাইরাস (Adino Virus) নিয়ে উদ্বেগ বাড়ছে। শনিবার আমরি হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১১৫ জন। আইসিইউ/এইচডিইউতে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছেন অন্তত ২২ জন রোগী। শিশুদের মধ্যে এই রোগের উপসর্গ পাওয়া গিয়েছে। ঢাকুরিয়া, মুকুন্দপুর ও সল্টলেক আমরি থেকে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।
শুধুমাত্র আমরি নয়, শহরের বাকি হাসপাতাল এবং নার্সিংহোম থেকে যে ছবি এদিন উঠে এসেছে, তা বেশ চিন্তাজনক। ফর্টিস হাসপাতালে ভর্তি ৩৪ জন, আইসিইউতে রয়েছেন ৭ জন। মেডিকা হাসপাতালে ভর্তি ৫৬ জন এবং আইসিইউ ১৭ জন। ৩৩ জন ভর্তি রয়েছেন রুবি হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ১১ জন। পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৩৯ জন। ৯ জন ভর্তি আছেন আইসিইউতে। বেলভিউতে ভর্তি রয়েছেন ২৮ জন, আইসিইউতে রয়েছেন ৭ জন।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘বাংলায় সংখ্যালঘুরা বঞ্চিত, বিজেপি নিয়ে ভয় দেখানো হয়েছে’ : দিলীপ বচন
প্রাপ্তবয়স্করা বেশিরভাগই অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস, নিউমোককাস এবং আরএসভি-তে আক্রান্ত। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে মাস্ক পরে থাকতে। বিশেষ করে যাঁদের জ্বর এবং অন্যান্য উপসর্গ রয়েছে, তাঁদের জনসাধারণের থেকে দূরে থাকা উচিত। আইসোলেশনে রাখা উচিত নিজেকে।
এই পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়াল নাইসেড-এর রিপোর্ট। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত দেড়মাসে রাজ্য স্বাস্থ্য দফতরের পাঠানো ৫০০-রও বেশি নমুনার মধ্যে ৩২% অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। ১২%-এর শরীরে মিলেছে রাইনো ভাইরাস। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হদিশ মিলেছে ১৩ %-এর শরীরে।
আরও পড়ুন: Naushad Siddiqui : নওসাদের মুক্তি চেয়ে মঙ্গলে পথে বামেরা ,হাইকোর্টে আইএসএফ