Alipore weather office warns of heavy rains today

আজও ঝড়বৃষ্টির সতর্কতা আলিপুর হাওয়া অফিসের,আগামী সপ্তাহে হতে পারে প্রবল ঘর্ণিঝড়

শনিবার মরশুমের প্রথম কালবৈশাখীর স্বাদ পেয়েছে শহর কলকাতা। তবে এটি এক রাতের ব্যাপার নয়। আপাতত কয়েকটা দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে শহরে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, সকালে রোদ চড়া থাকলেও সন্ধ্যার পর থেকে শহরে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। একদিন দু’দিন নয়, আগামী ৪ মে পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিস জানাচ্ছে শনিবারের মতো রবিবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কেবল কলকাতা নয়, শহরতলীও ভিজবে স্বস্তির বৃষ্টিতে। দক্ষিণবঙ্গে একটানা পাঁচ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহর কলকাতায় ঝেপে বৃষ্টি নামে। সঙ্গে থাকে প্রবল বেগে হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবারও আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় বজ্র্যবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। কলকাতায় আপাতত তাপপ্রবাহের কোনও পরিস্থিতি তৈরি হবে না। তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

বৃষ্টির কারণে একদিকে যেমন খানিক স্বস্তি মিলেছে, তেমনি আবার খারাপ খবরও শুনিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের পরেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা বড় আকারের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আমফানের মতো শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা বা বাংলাদেশ উপকূলে।