দু’দিনের সফরে বঙ্গ সফরে অমিত শাহ। বিধানসভা নির্বাচনের বঙ্গে বিজেপি মুখ থুবড়ে পড়ার পরে সেভাবে আর বাংলামুখী হননি কোনও বিজেপি নেতাই। এই অবস্থায় শাহের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এর মধ্যেই শুক্রবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন শাহ। এমনটাই শোনা যাচ্ছে। নৈশভোজেই সৌরভের বেহালার বাড়িতে যেতে পারেন তিনি। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে খবর।(Amit Shah likely to meet Sourav Ganguly in Kolkata at his residence) এই খবর শুনে মমতা বলেন, সৌরভকে বলেছি দই, মিষ্টি দিও। অতিথি আপ্যায়ন বাংলার সংস্কৃতি। স্বরাষ্ট্র মন্ত্রী সৌরভের বাড়িতে গেলে ক্ষতি কোথায় ? আমি ওকে বলেছি ভালো করে দই মিষ্টি খাইয়ে দিও। মন্তব্য মমতার (West Bengal Chief Minister Mamata Banerjee)।
সূত্রের দাবী অনুযায়ী, আগামীকাল, শুক্রবার সন্ধে ৭টা ১০ মিনিট নাগাদ বেহালার মঙ্গল চণ্ডী ভবনে যেতে পারেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, রাজ্য সফরে এসে সেই রাজ্যের নানান বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করাটা বিজেপি নেতাদের ঘোষিত কর্মসূচির মধ্যেই নাকি পড়ে। তাই এই কর্মসূচিরই অংশ হিসাবে বিসিসিআই সভাপতির সঙ্গে দেখা করতে পারেন শাহ। তবে এই নিয়ে কোনও পক্ষের তরফেই সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।