Arpita Mukherjee Granted Bail After 857 Days in Jail Following Partha's Arrest

Arpita Mukherjee: জেলেই পার্থ,গ্রেফতারের ৮৫৭ দিন পর জামিন পেলেন অর্পিতা

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার কলকাতার বিচার ভবন তাঁকে জামিন দিয়েছে। ২০২২ সালের ২২ জুন গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা। সেই গ্রেফতারির ৮৫৭ দিন পর জামিনে ছাড়া পেলেন তিনি। যদিও পার্থের জামিন মামলা এখনও ঝুলে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই। তার কয়েকদিন পরেই দক্ষিণ কলকাতায় অর্পিতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা এবং গয়না। তার কিছুদিন পর বেলঘরিয়ায় অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় আরও টাকা। তবে তাঁকে একাধিক শর্তে জামিন দিয়েছে ইডির বিশেষ আদালত। জানা গিয়েছে, পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না। জমা রাখতে হবে পাসপোর্টও।

নিয়োগ দুর্নীতি মামলায় একমাত্র অর্পিতার কাছ থেকেই নগদ টাকা উদ্ধার করেছিল তদন্তকারী সংস্থা। এ ছাড়া আর কোনও অর্থ উদ্ধার হয়নি কোথাও থেকে। শুধু অর্পিতার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার হওয়ার অনেকেই মনে করেছিলেন, নিয়োগ মামলায় তাঁর জামিন পাওয়া কঠিন হবে! কিন্তু দেখা গেল, পার্থের আগে অর্পিতাই জামিন পেলেন।

পার্থের জামিনের বিষয়টি নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। ডিভিশন বেঞ্চের কোনও মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে, তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনও বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সোমবার ওই মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে। চলতি সপ্তাহেই ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।