আজ ফের জোকার ইএসআই হাসপাতালে পার্থ (Partha Chatterjee) ও অর্পিতাকে (Arpita Mukherjee) নিয়ে যাওয়া হয় ইডি-র তরফে। কিন্তু মেডিক্যাল পরীক্ষা করাতে হাসপাতালে (Joka ESI Hospital) নিয়ে আসা হলে দেখা যায়, গাড়িতে বসে হাউহাউ করে কাঁদছেন (Crying Loud) অর্পিতা মুখোপাধ্যায়।
আজ শুক্রবার হাসপাতাল চত্বরে গাড়ির বাইরে থেকেই স্পষ্ট দেখা যায় এই দৃশ্য। দেখা যায়, তিনি গাড়ি থেকে নামতেই চাইছিলেন না, কার্যত জোর করে তাঁকে নামানো হয়। তবে নামার পরেও মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে থাকেন তিনি। এর পরে ইডি ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় ভিতরে। হাসপাতালে ঢোকার পরেও হুইলচেয়ারে বসে হাত-পা ছুড়তে থাকেন অর্পিতা। কান্নায় ভেঙে পড়ে তিনি কিছু একটা বলারও চেষ্টা করছিলেন। চারপাশের হট্টগোলে তা ঠিকমতো শোনা যায়নি। ওই ভাবেই অর্পিতাকে তাঁর শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, ৪৮ ঘণ্টা অন্তর এসএসসি দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। সেই নির্দেশ মতোই শুক্রবার দু’জনকে ওই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
আরও পড়ুন: অর্পিতাকে নিয়ে বারুইপুরের বাগানবাড়িতে ‘বিশ্রাম’ করতে যেতেন পার্থ, স্থানীয় বাসিন্দাদের
বিভিন্ন সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে এবং নথিপত্র মিলিয়ে মিলিয়ে জেরা করছেন তদন্তকারী অফিসারেরা। সারাদিনই প্রায় জেরা চলছে। অর্পিতা খাবার নিয়ে বিভিন্ন বায়নাক্কা করছেন বলেও অসমর্থিত সূত্রের খবর। তাঁকে টালিগঞ্জের ফ্ল্যাট থেকে গ্রেফতার করার সময় অর্পিতা একপ্রস্ত চিৎকার-চেঁচামেচি করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি নির্দোষ। এ সবই বিজেপির চাল। তার পরে তিনি আবার বলেন, ‘‘আইন আইনের পথে চলবে।’’ অর্থাৎ, ইডি হেফাজতে যত দিন যাচ্ছে, তত ‘নমনীয়’ হচ্ছেন অর্পিতা।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, ৪৮ ঘণ্টা অন্তর এসএসসি দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। সেই নির্দেশ মতোই শুক্রবার দু’জনকে ওই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
বিভিন্ন সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে এবং নথিপত্র মিলিয়ে মিলিয়ে জেরা করছেন তদন্তকারী অফিসারেরা। সারাদিনই প্রায় জেরা চলছে। অর্পিতা খাবার নিয়ে বিভিন্ন বায়নাক্কা করছেন বলেও অসমর্থিত সূত্রের খবর। তাঁকে টালিগঞ্জের ফ্ল্যাট থেকে গ্রেফতার করার সময় অর্পিতা একপ্রস্ত চিৎকার-চেঁচামেচি করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি নির্দোষ। এ সবই বিজেপির চাল। তার পরে তিনি আবার বলেন, ‘‘আইন আইনের পথে চলবে।’’ অর্থাৎ, ইডি হেফাজতে যত দিন যাচ্ছে, তত ‘নমনীয়’ হচ্ছেন অর্পিতা।
আরও পড়ুন: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার সেক্স টয়! গুঞ্জন নেট পাড়ায়