Audio of junior doctors reveals they ar in confusion

Junior doctors: জুনিয়র ডাক্তারদের অডিয়ো ফাঁস! এবার কি বাড়ল তাদের বিড়ম্বনা ?

এক জন যুবক নিজেদের মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাঁদের আশঙ্কা, মঙ্গলবার এই সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। কারণ, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তাঁদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে। যা তাঁরা অমান্য করেছেন। ভিডিয়োগ্রাফি ছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আপত্তি জানাচ্ছেন কেউ কেউ। বাকিরা তাঁদের বোঝাচ্ছেন। এক জনকে বলতে শোনা গিয়েছে, ‘‘সুপ্রিম কোর্ট মোটেই আমাদের বলেনি, কাজে যোগ দিন। আদালত মুখ্যমন্ত্রীকে একটা জায়গা দিয়েছে।

উনি খেলছেন। উনি আমাদের ধর্নামঞ্চে গিয়েছিলেন। বাড়িতে ডেকেছেন। এর পরেও তুই যদি বলিস, আমরা যাব না, তা হলে আর তো কথা বলবেনই না, উল্টে এর পর আর আমাদের কথা ভাববেনও না। তখন কিন্তু তোকে এর দায় নিতে হবে।’’ ওই কণ্ঠকে আরও বলতে শোনা যায়, ‘‘এখন যদি আমরা বৈঠকে যাই, তা হলে আমাদের নিজেদের পক্ষে কথা বলার জায়গা থাকবে। আমরা আদালতে বলতে পারব, আমরা আলোচনার পথ খোলা রেখেছি। আমাদের দাবি এখনও মেটেনি। আলোচনা করছি। আমাদের আরও সময় দিন।’’ অন্য কণ্ঠ এর পর বলে, ‘‘সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির দিন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে, এটা আমরা ভাবছি। আদালত বলেনি যে, আমাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবেই।’’ প্রথম কণ্ঠ তার পর আবার বলে, ‘‘সরাসরি সম্প্রচারের জন্য পুরো বিষয়টা আটকে দেব? আমাদের কিন্তু কোনও আইনজীবী নেই। সুপ্রিম কোর্টে দাঁড়াতে পারব কি না, জানি না।’’ এর পর তাঁদের মধ্যে আরও কিছু ক্ষণ তর্কাতর্কি হয়। বন্ধ হয়ে যায় অডিয়ো