ভারতীয় মহিলার সঙ্গে সেক্স চ্যাট ও ভিডিও’র অভিযোগ ওঠায় বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তা মহম্মদ সানিউল কাদেরকে ঢাকায় ফেরত পাঠাল ভারত। পাশাপাশি বাংলাদেশের বিদেশমন্ত্রক থেকে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
মহম্মদ সানিউল কাদের নামে ওই কূটনীতিক কলকাতার ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব (রাজনৈতিক) পদে কর্মরত ছিলেন। এই ঘটনার দুটি ভিডিও সামনে এসেছে। ভিডিও দুটিতে দেখা যাচ্ছে সানিউল এবং ওই মহিলা নগ্ন অবস্থায় নাচ করছেন। অন্য ভিডিওতে সানিউল কে ওই মহিলার সঙ্গে চূড়ান্ত ঘনিষ্ট অবস্থায় দেখা গিয়েছে। মূলত হোয়াটসঅ্যাপে উত্তেজনামূলক চ্যাটিং এবং তাদের ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। তাতে বাংলাদেশ এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা যথেষ্ট ক্ষুণ্ন হয়েছেন। ভিডিয়ো ফাঁস হওয়ার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৬ জানুয়ারি পেট্রাপোল সীমান্ত হয়ে দেশে ফিরে যান সানিউল।
আরও পড়ুন: ঘরেই ঝলসে শেষ খুদে প্রাণগুলো, ধ্বংসস্তূপে পাগলের মত খুঁজে চলেছে মা সারমেয়
প্রাথমিক তদন্তের পর সানিউল কাদেরকে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে। সেইমতো তাকে ২৬ জানুয়ারি ঢাকায় ফিরিয়ে আনা হয়। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান জানান, ভারতে বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) মহম্মদ সানিউল কাদেরের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। এই ধরনের ঘটনা কোনভাবেই সহ্য করা হবে না।
বিষয়টি নিয়ে সানিউল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি আলিশা মাহমুদ নামে ওই ভারতীয় নারীকে চিনতে অস্বীকার করেন। এই নারীকে তিনি চেনেন না, এমন দাবি করেন এবং ভিডিটি সুপার ইম্পোজ করা হয়েছে বলে দাবি করেন।
আরও পড়ুন: Joy Banerjee: ‘বিজেপির বাঙালি বিরোধী অবস্থান দেখে’ জোড়াফুলের পথে জয়