Before Saraswati Pujo, schools and colleges are opening in the state, announced the Chief Minister from Navanna

School Reopening: সরস্বতী পুজোর আগেই রাজ্যে খুলছে স্কুল-কলেজ, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হচ্ছে অফলাইনেই। একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

২০২০ সালে করোনার কারণে স্কুল-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। তারপর পড়ুয়াদের স্বার্থে অনলাইনেই চলছে ক্লাস। মাঝে করোনা পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলে ধীরে ধীরে স্কুল খুলতে শুরু করেছিল। কিন্তু ফের করোনার ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে। লাফিয়ে বেড়েছে সংক্রমণ। ফলে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে রাজ্য। এছাড়াও একাধিক ক্ষেত্রে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই শিথিল করা হয়েছে বিধিনিষেধ। সেই থেকেই স্কুল-কলেজ খোলার দাবিতে সরব হয়েছিল সবমহল।

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, ৩ তারিখ থেকে রাজ্যে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে হবে ক্লাস।  কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক-সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও নিয়ম একই। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের পড়াশোনা চলবে ‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে’।

আরও পড়ুন: বাগুইআটিতে বিয়ের অনুষ্ঠানের মাঝেই ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১

সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে ৪ এবং ৫ ফেব্রুয়ারি। তার আগে ৩ তারিখ স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীরা সরস্বতী পুজোর প্রস্তুতি নিতে পারবে বলে ঘোষণা করলেন মমতা।

  • ৭৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি এবং বেসরকারি অফিস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
  • রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা।
  • অডিটোরিয়াম, রেস্তরাঁ  এবং পানশালাতেও অতিথি সংখ্যায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
  • আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নৈশ কারফিউ-এর সময় কিছুটা কমানো হল।
  • রাত ১০টা থেকে ভোর ৫টার বদলে এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
  • ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে সুইমিং পুলগুলি খুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সিনেমা হলেও ৭৫ শতাংশ দর্শক সিনেমা দেখতে পারবেন এখন।
  • সপ্তাহে সাত দিনই মুম্বই দিল্লি উড়ান
  • বেঙ্গালুরু কলকাতা উড়ানে আগের কড়াকড়ি বজায় থাকবে।
  • লন্ডন-কলকাতা উড়ান থেকেও বিধিনিষেধ প্রত্যাহার করা হল। তবে যাত্রীদের করোনার আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূক।
  • ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে দুয়ারে সরকার। মঙ্গলবারর থেকে শুরু পাড়ায় পাড়ায় সমাধানের কাজও।
  • বিয়েবাড়িতে ৭৫ শতাংশ উপস্থিতিতে ছাড়।
  • ১৬ ফেব্রুয়ারি ইন্ডাস্ট্রিয়াল মিট হবে। চেম্বার্সগুলোর সঙ্গে।

আরও পড়ুন: Kabir Suman: সাংবাদিকের প্রশ্নে অশ্লীল মন্তব্য, নয়া বার্তায় ‘ক্ষমাপ্রার্থী’ সুমন ছুঁড়ে দিলেন পাল্টা প্রশ্ন