বেলেঘাটা আইডি হাসপাতালের (Beleghata ID hospital) পরিত্যক্ত মর্গে সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হলো মানুষের মাথার খুলি, হাড়গোড়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কী করে সেগুলি ওখানে এল তা তদন্ত করে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয়েছে পুলিশেও।
শুক্রবার হাসপাতাল চত্বরে একটি পরিত্যক্ত মর্গের সামনে মানুষের একটি খুলি এবং কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের কর্মীরা জড়ো হন সেখানে। তবে ওই খুলি এবং হাড়গোড়গুলি পরিষ্কার অবস্থায় উদ্ধার হয়। যা থেকে অনেকের অনুমান, হবু চিকিৎসকদের গবেষণায় ব্যবহার করার জন্যই সেগুলি আনা হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়েরও হয়নি।
জানা যাচ্ছে ২ দিন আগে মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছিল। গতকাল ও আজ উদ্ধার হল হাড়গোড়। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘আমরা জঙ্গল কাটছিলাম। হঠাৎ মাথার খুলি উদ্ধার হয়। ক’দিন আগে খুলি পাই, আর কাল ও আজ বাকি হাড়গোড় উদ্ধার হল।’
উল্লেখ্য, পূর্ব ভারতের অন্যতম বৃহৎ সংক্রমণ রোগের হাসপাতাল বেলেঘাটা আইডি। প্রতিদিন হাজার হাজার রোগী বিভিন্ন সংক্রামক রোগ নিরাময়ের জন্য এই হাসপাতালে চিকিৎসা করান। বেশ কয়েক মাস আগে বেলেঘাটা আইডি হাসপাতালে পেছনের অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেডিক্যাল বর্জ্য উদ্ধার করা হয়েছিল। সেই সময়েই হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি উঠেছিল। এর পর সরাসরি হাসপাতালের মর্গের বাইরের জঙ্গলে খুলি উদ্ধার নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।