নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের। অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকা দামের বিলাসবহুল গাড়ি কেনার কথা ইডির কাছে নিজেই জানিয়েছেন অভিনেতা। অবশেষে খোঁজ মিলল বনি সেনগুপ্তের রহস্যময় সেই বিলাসবহুল গাড়ির।
বনি সেনগুপ্তের সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে একটি বহুমূল্যের গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেতা। ক্যাপশনে লেখা, “ফোকাস অন ইওর গোল অ্যান্ড লিভ লাইফ টু দ্য ফুলেস্ট”। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও এবং জীবনকে পুরোপুরি উপভোগ করো। প্রসঙ্গত, এই গাড়িটির কথাই উল্লেখ করেছিলেন অভিনেতা। পাঁচ বছর আগের এই পোস্ট ঘিরেই এবার নতুন করে জল্পনা দেখা দিয়েছে। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই পোস্ট। একের পর এক কমেন্টের ঝড় বইতে শুরু করেছে পোস্টটিতে।
আরও পড়ুন: Mamata Banerjee: সাত পাকে বাঁধা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই, নবদম্পতিকে আশীর্বাদ মমতার
এক নেটাগরিক লিখেছেন, “এটাই সেই গাড়ি নাকি দাদা। আমাদের একটু শিখিয়ে দেবেন কীভাবে গোল দিতে হয়।” কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন টেনে বলেছেন, “ও বনি, বাড়ি আছো?”, “পরের টাকায় গাড়ি না চড়ে দিদির দেওয়া সাইকেল চালালেই পারতে ভাই। জয় বাংলা”। “এতদিন পর্যন্ত বাঙালির কাছে শুধু লালমোহন গাঙ্গুলির গাড়ি বিখ্যাত ছিল। এখন এই গাড়িও বিখ্যাত/কুখ্যাত”। এক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “ইডি যেন বনিকে বলছেন, পারবো না আমি ছাড়তে তোকে”।
বনিকে জিজ্ঞাসাবাদে নানা অসঙ্গতি ধরা পড়ছে বলে মনে করা হচ্ছে। অভিনেতা বলেছিলেন, তিনি শুধুমাত্র বেশ কয়েকটি ইভেন্টে কাজ করেছেন। যদিও এ ব্যাপারে প্রথমদিনের জিজ্ঞাসাবাদে উপযুক্ত কোনও নথি জমা দিতে পারেননি বনি। আগামী মঙ্গলবার এই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাই তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন: Mamata Banerjee: কড়া নজরে পঞ্চায়েত ভোট, কালীঘাটে শীর্ষ নেতাদের বৈঠক ডাকলেন নেত্রী মমতা