Buddhadeb Bhattacharjee: Doctors have brought out Buddhadeb Bhattacharjee from invasive ventilation, Mamata Banerjee is going to Hospital to visit

Buddhadeb Bhattacharjee: ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, হাসপাতালে গেলেন মমতা

ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট থেকে বার করে আনা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

সোমবার সকালে বুদ্ধদেবের সিটি স্ক্যান করানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। মেডিক্যাল বোর্ডের এক সদস্য চিকিৎসক সকালে জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে সিআরপির পরিমাণ কমেছে। অর্থাৎ, রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কম।  বুদ্ধদেবের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও উল্লেখযোগ্য ভাবে কমেছে। ফলে অ্যান্টিবায়োটিকের মাত্রা আগের চেয়ে বৃদ্ধি করতে পেরেছেন চিকিৎসকেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এর পরেই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: 21st July TMC Rally: ‘চেয়ারের কেয়ার করি না, চব্বিশে নতুন ইন্ডিয়ার পাশে সৈনিক তৃণমূল’, বার্তা মমতার

হাসপাতাল সূত্রে খবর, ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করে আনার পর বুদ্ধদেবকে প্রয়োজনে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে। তবে বুদ্ধদেবের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে এখনও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না চিকিৎসকেরা। এখনও তাঁর সঙ্কট পুরোপুরি কাটেনি।

অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে(Buddhadeb Bhattacharjee) দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হাত নেড়ে সাড়া দেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী । হাসপাতাল থেকে বেরিয়ে সেকথা নিজেই জানান মমতা।

সোমবার বিধানসভায় প্রশ্নোত্তরে পর্বে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। তারপর  প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে বিকেলে হাসপাতালে যান তিনি। দেখা করেন চিকিৎসকের সঙ্গেও। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বলেন, ‘‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। আমার দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। এর বেশি কিছু বলতে পারব না।’’

আরও পড়ুন: Abhishek Banerjee: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেকের কর্মসূচি খারিজ করল হাইকোর্ট