দীর্ঘদিন ধরেই অসুস্থ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কখনও অসুস্থতা বাড়ে, কখনও কমে। তারইমধ্যে শনিবার দুপুরের খাওয়া-দাওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। দ্রুত তাঁকে হাসপাতালে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে নিয়ে আসা হয়েছে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যের ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর যাবতীয় পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে। বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি জারি করে জানিয়েছে আলিপুরের বেসরকারি হাসপাতালটি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। pic.twitter.com/ofUycquZ5h
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 29, 2023
বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য তৈরি মেডিক্যাল বোর্ডে রয়েছেন, কৌশিক চক্রবর্তী, ধ্রুব ভট্টাচার্য, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, আশিস পাত্র, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল। হাসপাতালে প্রাক্তন সতীর্থকে দেখতে গিয়েছিলেন রবীন দেব। তিনি জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু। আগের চেয়ে বেশ কিছুটা ভাল রয়েছেন তিনি। রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করছে রাজ্যবাসী।
অসুস্থ বুদ্ধবাবুকে (Buddhadeb Bhattachary) দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ফোন করেও নিজের পূর্বসূরির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য় কামনা করেছেন রাজ্যপাল।
আরও পড়ুন: Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক, ফিরবেন কবে?