খাস কলকাতায় শুটআউট। দিনেদুপুরে চলল গুলি। গুলিবিদ্ধ ২ জন। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে গুলি চালানোর অভিযোগ। সিন্ডিকেট বিবাদে গুলি চালানোর অভিযোগ।
স্থানীয়রা জানিয়েছেন, সিন্ডিকেটের বখরা নিয়ে দুই গোষ্ঠীর সংঘাতের মধ্যেই আচমকা গুলি চলে সেখানে। তাতেই গুলি লেগে গুরুতর জখম হন মলয় দত্ত এবং বিশ্বনাথ সিংহ নামের দুই ব্যক্তি। স্থানীয় সূত্রের খবর এঁরা দু’জনেই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। তবে বিবদমান গোষ্ঠীর সঙ্গে বিশ্বনাথের সম্পর্ক ছিল বহু দিন আগের। সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হয়।
মঙ্গলবারের ঘটনায় জখম হন মলয় দত্ত এবং বিশ্বনাথ সিংহ নামে দুই ব্যক্তি। এই দু’জন ওই সিন্ডিকেট গোষ্ঠী দু’টির সদস্য নন বলে সূত্রের খবর। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যান। পরে মলয়কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। বিশ্বনাথকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেসে। চিকিৎসকেরা জানিয়েছেন, মলয়ের বুকের ডান দিকে লেগেছে গুলি। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসা চলছে। অন্য দিকে, বিশ্বনাথেরও গুলি লেগেছে বুকেই।
আরও পড়ুন: G D Birla: হলুদ পরিচয়পত্রের জেরে বিতর্ক, জিডি বিড়লার সিদ্ধান্তের বিরুদ্ধে আবার মামলা
পুলিশ সূত্রে খবর, ব্রহ্মপুর এলাকাটিতে উত্তম মণ্ডল নামে এক দাগী অপরাধীর দীর্ঘ দিনের প্রতিপত্তি। উত্তমের গোষ্ঠীর সঙ্গেই সংঘাত বাধে আর একটি সিন্ডিকেট গোষ্ঠীর। যার নেতার নাম বাচ্চা। পুলিশ জানিয়েছে, দু’টি গোষ্ঠীর বিরুদ্ধে এর আগে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ছিল। এর মধ্যে উত্তমের নাম পুলিশের খাতায় দাগী অপরাধী হিসেবে চিহ্নিত। দীর্ঘ দিন ধরেই উত্তমের খোঁজ করছে পুলিশ। কিন্তু সূত্রের খবর উত্তম কোথায় আছেন, তা পুলিশের জানা নেই। কারণ দীর্ঘদিন ধরেই গা-ঢাকা দিয়ে রয়েছেন তিনি।
ঘটনাচক্রে, সোমবারই লেক গার্ডেন্সে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের বাড়ির কাছে সিন্ডিকেটের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার বেধেছিল। সেই ঘটনায় শেষ পর্যন্ত সাংসদকেও হস্তক্ষেপ করতে হয়। তারও আগে বৃহস্পতিবার রাতে বেহালায় সিন্ডিকেটের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। চড়ক মেলার দখলদারিকে কেন্দ্র করে হওয়া ওই ঘটনায় জখম হন বেশ কয়েক জন। তার এক সপ্তাহের মধ্যেই ফের প্রকাশ্যে এল সিন্ডিকেটের দৌরাত্ম্য।
আরও পড়ুন: Saugata roy: বাড়ির কাছে বচসা, সংঘর্ষ সিন্ডিকেটের, জখম ৮