বুধবার সকালে ডালহৌসি এলাকায় পথ দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। এমনকী ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারে। এই পথ দুর্ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে অফিসপাড়ায়। কারণ বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় গুঁড়িয়ে গিয়েছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর গুমটি। এমনকী এই পথ দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন মেট্রোর তিনজন কর্মী। তাঁদের তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাণে বেঁচে গিয়েছেন নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ শিয়ালদহ থেকে ঠাকুর পুকুরের দিকে যাচ্ছিল একটি যাত্রী ভরতি বাস। বিবাদী বাগের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তা ফুটপাতে উঠে যায়। মহাকরণের কাছে বিবাদী বাগের ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। যার জন্য তৈরি হয়েছে অস্থায়ী গুমটিও। যেখানে কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম থাকে। বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় সেই গুমটি। বাস হেমন্ত বসু সরণির ফুটপাতে উঠে এসে সেখানে উপস্থিত তিন মেট্রো কর্মীকে ধাক্কা দেয়। তাতেই গুরুতর আহত হন তাঁরা।
কেন এমন পথ দুর্ঘটনা ঘটল? সূত্রের খবর, সরকারি বাসের চালক ঢুলছিল। তাঁর চোখে ঘুম ছিল। তাই নিয়েই বাস চালাচ্ছিলেন। হঠাৎ ডালহৌসির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর মেট্রোর গুমটি–সহ ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারে। সেখানে কাজ চলছিল বলে কর্মীরা উপস্থিত ছিলেন। যাঁরা বিষয়টি দেখতে পেয়েছেন তাঁরা পালাতে পেরেছেন। আর যাঁরা পাননি তাঁদের মধ্যে তিনজনের আঘাত লাগে। পথ দুর্ঘটনার পর দ্রুত ওই এলাকায় উপস্থিত হন পুলিশ কর্মীরা। তাঁরা নিরাপদে বাস যাত্রীদের নামিয়ে আনেন বাসের ভিতর থেকে। তবে ততক্ষণে পলাতক সরকারি বাসের চালক। এখনও আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।