শনিবারের পর রবিবার! কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে চলতি মাসে তৃতীয় বারের জন্য ডেকে পাঠাল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। আগামী ২২ ডিসেম্বর সিআইডির সদর দফতর ভবানী ভবনে প্রতাপচন্দ্র দে-কে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।
শুধু তাই নয়, আগামী সোমবার তাঁকে ফোন জমা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১ ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। গত শনিবার তাঁকে দ্বিতীয় বারের জন্য ডেকে পাঠানো হয়। ওই দিন রাত পর্যন্ত প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব চলে।
বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে পেশায় একজন আইনজীবী। এক বৃদ্ধা তাঁর বিরুদ্ধে সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগে নালিশ ঠুকেছিলেন। অভিযোগকারিণী জানিয়েছিলেন, তাঁর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় বিবাদী পক্ষের আইনজীবী হলেন প্রতাপচন্দ্র দে। যেখানে অন্যায়ভাবে তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং উচ্ছেদ করার অভিযোগ নিয়ে মামলা করেছিলেন তিনি, সেই মামলাতেই তদন্তকারীদের উপর প্রভাব খাটানোর অভিযোগ করেছিলেন বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে।
বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী। বৃদ্ধার আরও অভিযোগ, বিচারপতির দপ্তরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে। তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার। এই অভিযোগের তদন্ত এবং নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে ওই বৃদ্ধা হাই কোর্টের দ্বারস্থ হন।
অভিযোগকারিণী সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন। সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলেই জানায় সুপ্রিম কোর্ট। ডিসেম্বরের শুরুতে আদালত জানিয়ে দেয়, অভিযোগের নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে। এর পরই পদক্ষেপ নেয় সিআইডি।