Calcutta High court started live streaming of Chief Justice Court Proceedings

Calcutta High Court: যুগান্তকারী পদক্ষেপ কলকাতা হাইকোর্টের,ঘরে বসেও দেখা যাবে শুনানি

যুগান্তকারী পদক্ষেপ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। এই সপ্তাহ থেকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের শুনানি (Chief Justice Court Proceedings) শোনা যাচ্ছে আদালতের অফিশিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। হচ্ছে লাইভ স্ট্রিমিং (Live Streaming)। তবে এই প্রথম নয় এর আগেও কলকাতা হাইকোর্টে এক মামলার সময় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ মামলাকারীর আবেদনের ভিত্তিতে শুনানির লাইভ সম্প্রচার করার অনুমতি দিয়েছিলেন।

হাইকোর্টের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।  প্রথম দিনে ৬৮০০ জন দেখেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায়ের শুনানি। যদিও এই স্ট্রিমিং পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে।

সুপ্রিম কোর্ট ছাড়া দেশে অন্যান্য কয়েকটি উচ্চা আদালতে শুনানির লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে গুজরাট হাইকোর্ট, ঝাড়খণ্ড হাইকোর্ট, কর্ণাটক হাইকোর্ট, মধ্যপ্রদেশ হাইকোর্ট, পাটনা হাইকোর্ট এবং উড়িষ্যা হাইকোর্ট। এবার এই তালিকায় চলে এল কলকাতা হাইকোর্ট।

এক মামলার প্রেক্ষিতে ২০১৭ সালে শীর্ষ আদালত একটি গাইডলাইন তৈরি করে দেয়। সেই গাইডলাইনের বলা হয়, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার আদালতেরও প্রয়োজন রয়েছে। প্রযুক্তিগত সুবিধাকে গ্রহণ করা হলে, আমরা বিচার ব্যবস্থার প্রক্রিয়ার প্রতি আস্থাকে আরও উচ্চ মাত্রায় পৌঁছে দিতে পারি।

কলকাতা হাইকোর্ট এর আগে ২০২০ সালে পার্সি মহিলার এক মামলায় শুনানির লাইভ স্ট্রিমিং-এর অনুমতি দিয়েছিল। শহরের একটি জরথুষ্ট্রীয় উপাসনালয়, অগ্নি মন্দিরে পারসি মহিলা এবং অ-পারসি পুরুষ ও সদ্যজাত শিশুর প্রবেশাধিকার দাবি করে মামলাটি হয়েছে। দেশের সমস্ত পার্সিদের কাছে এই শুনানি গুরুত্বপূর্ণ ছিল হবে, তার লাইভ স্ট্রিমিং-এর অনুমিত দেওয়া হয়।