CBI summons Minister Partha Chatterjee

SSC দুর্নীতি মামলা: বিকেল সাড়ে ৫টার মধ্যে পার্থকে CBI দপ্তরে হাজিরার নির্দেশ হাই কোর্টের, ভরতি হওয়া যাবে না উডবার্নে

SSC নিয়োগ দুর্নীতি মামলায় বিকেল ৫.৩০ মিনিটের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে জানিয়েছেন, জেরার পর প্রয়োজন মনে করলে পার্থবাবুকে গ্রেফতার করতে পারবে CBI.

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতিও হতে পারবেন না তিনি। একইসঙ্গে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ করতে পারবে সিবিআই। পালটা বিচারপতি নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থর আইনজীবীরা। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে।

সূত্রের খবর, তৃণমূলের মহাসচিব পার্থ বর্তমানে রয়েছেন তৃণমূলের পার্টি অফিসে। আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের কন্ট্রোল রুমের দায়িত্বে সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেই রয়েছেন পার্থ।

আরও পড়ুন: মনোজিতের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ বৈশাখীর, আমিও মুক্তির স্বাদ চাই বললেন শোভন

SSC দুর্নীতি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দেয় বিচারপতি আরকে বাগ কমিটি। তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গঠিত ৫ সদস্যের কমিটি কী ভাবে পরিকল্পনা করে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে তা স্পষ্ট। রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায় সচিব ও অফিসার অন স্পেশ্যাল ডিউটির বিরুদ্ধে FIR দায়ের করতে বলেছে তদন্ত কমিটি।

সোমবার আরকে বাগ কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পরই পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপ বাড়ছিল। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে সেই আশঙ্কাই সত্যি হল। পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দিতে বলল কলকাতা হাইকোর্ট। এমনকী উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না বলে বেনজির নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন: High Court: দময়ন্তী সেনের নজরদারিতে চার ধর্ষণ মামলার তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের