CJI D Y Chandrachud: Judges not deities, dangerous to think of court as temple of justice

CJI D Y Chandrachud: আদালতকে মন্দির ভেবে আর বিচারকদের দেবতা ভাবলে ঘোর বিপদ! বার্তা প্রধান বিচারপতির

বিচারপতি কখনওই ‘ভগবান’ হতে পারেন না বলে মনে করেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর মতে, যদি কোনও বিচারপতি নিজেকে ‘ঈশ্বর’ ভেবে নেন, তা হলে ‘ঘোর বিপদ’। কারণ, একজন বিচারকের মধ্যে ঐশ্বরিক গুণ নয়, দরদ, সহানুভূতি, সহমর্মিতার মতো মানবিক গুণ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন।

শুক্রবার কলকাতায় আসেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। শনিবার ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে ছিলেন তিনি। একই মঞ্চে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর মঞ্চে ওঠেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “আদালতকে বলা হয় ন্যায় এবং বিচারের মন্দির। আমরা নিজেদেরকে সেই মন্দিরের দেবতা ভেবে ভুল করি। এটা খুব বিপদের। মনে রাখতে হবে আমাদেরও নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। সেই চিন্তাভাবনার সঙ্গে বিচারকে গুলিয়ে ফেললে হবে না।”

প্রধান বিচারপতি বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে মনে করিয়ে দেন, ‘‘সাংবিধানিক নৈতিকতা বলে বৈচিত্র্যকে গ্রহণ করো এবং সহনশীল হও। আমার সামনে আদালতকে কেউ মন্দির বললে আমি তাঁদের বাধা দিই। কারণ, মন্দির বললেই মনে হয় বিচারকরা দেবতা। কিন্তু তা নয়, বিচারকরা মানুষের সেবক।” প্রধান বিচারপতির পরামর্শ, “বিচারকরা বিচার করুন, কিন্তু অন্যের সম্পর্কে আগেভাগে কোনও ধারণা তৈরি করে ফেলবেন না। সহানুভূতি রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের সামনে যাঁরা দাঁড়িয়ে থাকেন, তাঁরাও মানুষ।’’

সাধারণ মানুষ বিচারালয়ে যান ন্যায়বিচারের আশায়। ‘সুবিচার’ পেলে অনেক সময়েই বিচারালয়কে ‘মন্দির’ মনে হতে পারে। কেউ মনে মনে ভেবে নিতে পারেন বিচারপতিরা ঈশ্বরের মূর্ত প্রতীক। অনেকটা মরণাপন্ন রোগী চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে চিকিৎসককে ভগবান জ্ঞান করেন রোগী বা তাঁর পরিবার। কিন্তু দেশের প্রধান বিচারপতি অন্তত তাঁদের পেশার ক্ষেত্রে ওই মানসিকতার সম্পর্কে সাবধানবাণীই উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘‘আমি বরং বলব, বিচারকদের উচিত নিজেকে জনগণের সেবক হিসাবে দেখা।’’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও বলেছেন, ‘‘বিচারক বা বিচারপতিরা যদি ভেবে নেন, তাঁরা মানুষের সেবা করছেন, তা হলে দেখবেন, বিচারকের ভাবমূর্তিতে দয়া, সহমর্মিতা, সহানুভূতির মতো ভাবনার প্রতিফলন হবে। একমাত্র তা হলেই একজন বিচারক বিচার করবেন কোনও পূর্বধারণার বশবর্তী না হয়ে।’’