বড়সড় আইনি ঝামেলায় জড়ালেন ইউটিউবার, স্বঘোষিত কবি রোদ্দুর রায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পোস্ট করাই এর কারণ। মমতা বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে একটি ‘অপমানজনক’ পোস্ট করেন ফেসবুকে। লালবাজার ও পাটুলি থানায় এই সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের হয়েছে।
নিজেকে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক ও কর্মী হিসেবে দাবি করে অরিত্র সাহা নামে এক ব্যক্তি পাটুলি থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তাতে তিনি বলেছেন, ইউটিউবার রোদ্দুর রায়ের পোস্টে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে।
আরও পড়ুন: BJP যুবনেতার দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র কাশীপুর, মুখোমুখি বিজেপি -তৃণমূল
কার্যত একই অভিযোগ দায়ের হয়েছে লালবাজারেও। করেছেন নিজেকে তৃণমূল কর্মী পরিচয় দেওয়া বিজয় বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। দু’টি অভিযোগেই প্রকাশ্যে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুকথা ব্যবহারের জন্য অভিযুক্ত ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নিজের পেজে আগেও বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রোদ্দুর। রবীন্দ্রনাথের গান নিয়ে গালাগালি ভরা ‘প্যারোডি’র কারণে বহুবার আমজনতার ক্ষোভে পড়েন। তবে তাতে কী, ইউটিউব আর ফেসবুকে তিনি ‘আপত্তিজনক’ পোস্ট করেই চলেন! তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আবার পুলিশে অভিযোগ হল রোদ্দুরের বিরুদ্ধে।
আরও পড়ুন: PUBG খেলতে খেলতে প্রেম-যৌনতা! বিবাহিতা ‘প্রেমিকা’র ধর্ষণের অভিযোগ, আগাম জামিনের আর্জি প্রেমিকের