গত কয়েক দিনের মতো রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফলে পুজোর সপ্তাহ দুয়েক আগের রবিবারের কেনাকাটা মাটি হতে পারে। নিম্নচাপের জেরে প্রতিদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত (Rainfall) হচ্ছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে দুর্যোগের মেঘ না কাটলেও এগিয়ে আসছে দুর্গাপুজো। তার আগে এমন ঘনঘন নিম্নচাপ ও তার জেরে বৃষ্টি ভাবাচ্ছে রাজ্যবাসীকে।
হাওয়া অফিস সূত্রে খবর, গয়া থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারও বিক্ষিপ্ত ভাবে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে।বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত মঙ্গলবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে আবারও ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি। বিশেষত, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আগামী দিন তিনেক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই পরগনা, নদিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ভাসবে, চলবে দুর্যোগও।ক’দিন আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বর্ষণ হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। যার জেরে অস্বস্তিকর গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছেন বাসিন্দারা। তবে, পুজোর আগে বৃষ্টির পূর্বাভাসে অনেকরেই মুখভার।রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।