খাস কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ উঠল। রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় একটি মদের দোকানে বচসা বাধে। অভিযোগ, দোকানের ভিতর থেকে একজন বেরিয়ে এসে এক ক্রেতাকে বেধড়ক মারতে থাকেন। তাতেই একজনের মৃত্যু হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনার পরই দোকান ঘিরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ঢাকুরিয়া মোড়ে শুরু হয় অবরোধ। কলকাতা পুলিশের ডিসি এসইডি শুভঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই প্রদীপ দত্ত ওরফে টিঙ্কু এবং প্রসেনজিৎ বৈদ্য নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। টিঙ্কুর বিরুদ্ধেই মারধরের মূল অভিযোগ।
ওই মদের দোকানের সিসিটিভি-তে যে দৃশ্য দেখা গিয়েছে, তা ভয়ঙ্কর। দেখা যাচ্ছে, দোকানের বাইরে তখন এক জনই ক্রেতা। তাঁর সঙ্গে হাত নেড়ে কথা বলতে দেখা যায় মদের দোকানের এক কর্মচারীকে। গড়িয়াহাট রোডের ওই মদের দোকানের সামনে দাঁড়ানো ওই ক্রেতাকে এর পর ঘাড় ধরে দোকানে টেনে আনেন কর্মচারী। শুরু করেন এলোপাথাড়ি মার। মারের চোটে পড়ে গেলে ক্রেতার মাথা ঠুকে দেওয়া হয়।
আরও পড়ুন: Baisakhi Banerjee : বহু মন্ত্রী-আমলা আমার কাছে যৌনতা ভিক্ষা চাইত, বিস্ফোরক দাবি বৈশাখীর
স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় সুশান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় উত্তেজিত জনতা ওই দোকানে ভাঙচুর চালান। ঢাকুরিয়া ব্রিজ আটকে দাঁড়ান কয়েক জন। মদের দোকানের সামনেও উপস্থিত হন প্রচুর মানুষ। উত্তেজিত জনতার দাবি, অভিযুক্তকে তাঁরা হাতে পেতে চান। এ নিয়ে পুলিশকে ঘিরে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পুরুষ এবং মহিলারা সমস্বরে দাবি করেন, অভিযুক্তকে তাঁদের সামনে নিয়ে আসতে হবে। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ।
জানা গিয়েছে, মৃত সুশান্ত মণ্ডল (৪৫) পেশায় গাড়ি চালক ছিলেন। ১২/ডি পঞ্চানন তলা রোডের বাসিন্দা। বাড়িতে স্ত্রী ও ছেলে আছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: শ্বাসনালীতে সংক্রমণ বুদ্ধবাবুর, ভর্তি হাসপাতালে