Dhanteras 2024: Gold Rate Today 29-10-2024: Check latest prices in your city

Dhanteras 2024: ধনতেরাসে লাফিয়ে বাড়ল সোনার দাম, জেনে নিন কলকাতার দর

সোনা-রুপোর মতো মূল্যবান ধাতু কেনার দিন ধনতেরাস ( Dhanteras 2024)। বহু মানুষ এদিন সোনা-রুপো কিনে থাকেন। আর আজ সেই ধনতেরাসের দিনই দামী হল সোনা।

আজ সকাল ১০টা ৩১ মিনিট থেকে ৩০ অক্টোবর বুধবার সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত থাকছে সোনা কেনার শুভ সময়। হিন্দু শাস্ত্রমতে ধন ত্রয়োদশী তিথিতে যে কোনও ধাতু ক্রয় করা সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। এই দিন ধাতু কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়।

বর্তমানে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৯,৭৯০ টাকা। ২২ ক্যারেটের সোনার দাম ৭৩,১৪০ টাকা প্রতি দশ গ্রাম। এবার দেখে নেওয়া যাক দেশের কোন শহরে সোনার দাম কত।

কলকাতা

কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৩,১৪০ টাকা।

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৯,৭৯০ টাকা।

দিল্লি

রাজধানীতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৩,২৯০ টাকা।

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৯,৯৪০ টাকা।

মুম্বই

বাণিজ্য নগরীতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৩,১৪০ টাকা।

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৯,৭৯০ টাকা।

চেন্নাই

২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৩,১৪০ টাকা।

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৯,৭৯০ টাকা।

শুধু সোনা নয়, ঘরে সমৃদ্ধি আনতে ধনতেরসে রুপো কেনার চল রয়েছে ভারতীয়দের মধ্যে। খুচরো রুপোর দাম বেড়েছে উৎসবের আগে। প্রতি কেজি হিসাবে ৯৯০০০ টাকা দরে বিক্রি হচ্ছে রুপো।