ED will not take any extreme steps against Abhishek Banerjee till Monday

Abhishek Banerjee: সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, হাই কোর্টে জানাল ইডি

সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না ইডি! বুধবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানালেন ইডির আইনজীবী।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন সোমবারের আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনতে পারবেন না। ফলে ওই দিন পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না ইডি।

মঙ্গলবারেই অভিষেকের মামলা কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরত পাঠিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বুধবার সকালে মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে ওঠার পর সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান ইডির আইনজীবী। কিন্তু বিচারপতি ঘোষ জানান, সোমবারের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মামলার শুনানি সম্ভব নয়। অন্যান্য মামলার চাপ থাকার কারণেই অভিষেকের মামলার শুনানি সোমবারের আগে সম্ভব নয় বলেও জানান বিচারপতি ঘোষ।

নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন অভিষেক। গত সোমবার পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। ওইদিন মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠলে তা নিয়ে প্রশ্ন তোলে ইডি। ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটির জেনারেল (এএসজি) এসভি রাজু বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়েছে। সেখানে তদন্ত চালিয়ে যেতে বলা হয়েছে। তাই মামলাটি বিচারপতি সিনহার বেঞ্চেই যাওয়া উচিত।’

বিচারপতি ঘোষ মামলাটি শুনতে চাননি। তিনি তা প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন। তবে তিনি ইডি আইনজীবীকে বলেন, ‘মামলাটির বেঞ্চে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নেবেন না।’ ইডি তরফে এর কোনও বিরোধিতা আসেনি। প্রধান বিচারপতি মামলাটি আবার বিচারপতি ঘোষের এজলাসে পাঠিয়ে দেন।