HDFC Bank suspends employee after video of him abusing co-workers goes viral

HDFC: টার্গেট পূরণ হয়নি, সহকর্মীদের গালাগাল কলকাতার ব্যাঙ্ক ম্যানেজারের

সহকর্মীদের অশালীন গালিগালাজ করায় সাসপেন্ড করা হল এইচডিএফসি ব্যাঙ্কের ম্যানেজারকে৷ কলকাতার ওই উচ্চপদস্থ কর্তার নাম পুষ্পল রায়৷ ব্যাঙ্কের সহকর্মীদের সঙ্গে একটি মিটিংয়ে তাঁর কদর্য আচরণ ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যায়, সহকর্মীদের কুৎসিত ভাষায় অপমান করছেন ব্যাঙ্কের কলকাতা শাখার ক্লাস্টার হেড পুষ্পল। কথা বলছেন চিৎকার করে।

ভিডিওতে দেখা যাচ্ছে, জুম কলে বাংলা ভাষায় মিটিং হচ্ছে। আর একজন ম্যানেজার অধীনস্থদের টার্গেট পূরণ নিয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন। তাঁদের তুই তোকারি করছেন এমনকী আকার-ইঙ্গিতে গালিগালাজও করছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর HDFC ব্যাঙ্ক কলকাতার ওই অফিসারকে সাসপেন্ড করে। ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, ‘সম্প্রতি সোশ্যাল মিডি্য়ায় একি ভিডিও ভাইরাল হয়েছে। প্রাথমিক তদন্তের পর সংশ্লিষ্ট কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত তদন্তও শুরু হয়েছে।’

সৌমি চক্রবর্তী নামে এক মহিলা লিংকডইনে এই ভিডিও শেয়ার করার পর নিন্দার ঝড় বয়ে যায়৷