HMPV আতঙ্কের নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তাঁর অভিযোগ, সাধারণ জ্বর নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র। একইসঙ্গে তাঁর আশ্বাস, ভয় পাবেন না। আতঙ্কিত হবে না। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়।
HMPV, পুরো নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস। সম্প্রতি জনা গেছে খাস কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল এক শিশু। যদিও শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাবা ও মায়ের সঙ্গে মুম্বইতে ফিরে গেছে। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পরই HMPV নিয়ে আতঙ্ক বাড়ছে রাজ্যের বাসিন্দাদের মধ্যে। যদিও নাগরিকদের আশ্বস্ত করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। তিনি HMPV নিয়ে আতঙ্কের পিছনে ষড়যন্ত্রের করণ দেখছেন।
গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলাতে নেমে মুখ্যমন্ত্রী নতুন ‘চিনা ভাইরাস’ নিয়ে রাজ্যের মানুষকে নিশ্চিন্তে থাকতে বলেন। তাঁর কথায়, ‘‘ভাইরাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই। যদি কোনও চিন্তার কারণ হয়, তবে তা আমরাই জানিয়ে দেব।’’ ইতিমধ্যেই এই ভাইরাস এবং তার সংক্রমণ নিয়ে প্রশাসন পদক্ষেপ করেছে, তা-ও জানান মমতা। এর পাশাপাশিই সকলকে ‘প্রাইভেট চক্র’ নিয়ে সচেতন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘কিছু প্রাইভেট চক্র আছে, যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে।’’ সেই ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, তাঁর সরকার স্বাস্থ্যসাথী দিয়েছে, সেখানে প্রয়োজনের বাইরে কয়েক লক্ষ টাকার অনর্থক বিল হচ্ছে। তাই তাঁর সরকার এটা নিয়ে আলোচনা করছে উচ্চপর্যায়ে। তিনি বলেন, ‘আমরা প্রয়োজন হলে অবশ্যই জানাব তাই আপাতত এটা নিয়ে আতঙ্কিত হবেন না।’
সম্প্রতি চিনে এইচএমপিভি-র একটি রূপের সংক্রমণ বেড়েছে। তার পর থেকেই উদ্বেগ দানা বেঁধেছে ভারত-সহ অন্যান্য দেশে। চিনের এই পরিস্থিতির মাঝে ভারতেও এইচএমপি ভাইরাসের সংক্রমণের খবর আসতে শুরু করেছে। প্রথমে বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে ভাইরাস সংক্রমিত হওয়ার খবর মেলে। তাদের এক জনের বয়স আট মাস, অপর জনের তিন মাস। বেঙ্গালুরুর খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ আরও বৃদ্ধি পায় মানুষের মনে। বেঙ্গালুরুর দুই শিশুর পাশাপাশি অহমদাবাদের এক শিশু এবং মুম্বই থেকে কলকাতা আসা এক শিশুরও এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। পাশাপাশি তামিলনাড়ুতেও এই ভাইরাসে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রে আরও দুই শিশুর শরীরে নতুন ভাইরাসের সংক্রমণের খবর মিলেছে।
কেন্দ্রের তরফেও ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবারই এই ভাইরাস নিয়ে সব রাজ্যের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। সব রাজ্যকে শ্বাসজনিত অসুস্থতার উপর আরও বেশি করে নজর রাখা এবং পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এইচএমপিভির সংক্রমণ ঠেকানোর জন্য সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতা বৃদ্ধিরও প্রস্তাব দিয়েছে কেন্দ্র। বিশেষ করে সাবান এবং জল দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাত চোখে, নাকে বা মুখে না দেওয়া, হাঁচি-কাশির সময়ে নাক-মুখ ঢেকে নেওয়ার উপর জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি, যাঁদের শরীরে কোনও উপসর্গ রয়েছে, তাঁদের খুব কাছাকাছি না যাওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।