ফের যান চলাচল বন্ধ হচ্ছে হাওড়া ব্রিজে। শুক্রবার কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত কোনও গাড়ি চলাচল করবে না।
শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত কোনও যানবাহন চলবে না রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ দিয়ে। তার পর থেকে অবশ্য আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। স্বাভাবিক যান চলাচল করবে।
পুলিশ জানিয়েছে, হাওড়া থেকে কলকাতাগামী সব ধরনের যান ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যেতে পারবে। আবার দক্ষিণ হাওড়া, পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পার করানো হবে।
হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ রক্ষা করছে রবীন্দ্র সেতু। যা হাওড়া ব্রিজ নামেও পরিচিত। কলকাতা শহরের অন্যতম ল্যান্ডমার্ক এই হাওড়া ব্রিজ। কিন্তু ব্রিটিশ আমলে তৈরি সেই হাওড়া ব্রিজ রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। যার জেরেই শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজে পুরোপুরি বন্ধ থাকবে যান চলাচল।